ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ ২০২৩ (India vs Australia 3rd ODI Live)

ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলাটা একটু বেশি কম্পিটিশন যেটা হাই-ভোল্টেজ ম্যাচ মনে করি। আমরা হয়তো গত দুই ওডিআই ম্যাচে দেখেছি ভারত অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়ার সাথে। আমরা অনেকেই চাই যে এই হাইভোল্টেজ ম্যাচগুলো লাইভ দেখি। বর্তমান সময়ে আমরা অনেকেই অনলাইনে লাইভ খেলা দেখার জন্য ঘোরাঘুরি করি কিন্তু কোথায় লাইভ ম্যাচ দেখবো কোন অপশন খুঁজে পাইনা। চিন্তার কোন কারণ নাই এই পোষ্টে যে সকল লিংক দেওয়া আছে ক্লিক করুন। আর দেখুন ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ ২০২৩ লাইভ খেলা 

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia 3rd ODI 2023)

আজকে 3rd ODI ম্যাচে দুপুর ২ টা মুখোমুখি হবে Rohit sharma (c) এবং Pat cummins  (c) এর দল। আজকের এই ম্যাচটা অস্ট্রেলিয়া চাইবে জিততে যেহেতু তারা গত দুইটি ম্যাচে একটানা হেরে গেছে আর ইন্ডিয়া চাইবে এ ম্যাচটা জিততেই হবে। বর্তমানে Men’s ODI Team Rankings এ ভারত এক নম্বর পজিশনে রয়েছে ভারতের এই পজিশন ধরে রাখার জন্য অবশ্যই ম্যাচগুলো অনেক ভালো করতে হবে। ভারত বনাম অস্ট্রেলিয়া 3rd ODI 2023 লাইভ দেখার জন্য ক্লিক করুন।

ভারত দলের আজকের টিম

অস্ট্রেলিয়া দলের আজকের টিম

Live Match Watch Now Toffee live Tv

ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখার উপায় ফেসবুকে

ফেসবুকেও স্পোর্টস রিলেটেড অনেক পেজ এবং গ্রুপ আছে যারা তাদের পেজে বা গ্রুপে সরাসরি লাইভ খেলা সম্প্রচার করে। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এর জন্য আপনাকে ফেসবুকে সার্চ করতে হবে “India vs Australia 3rd ODI live match” লিখে সার্চ করবেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা লাইভ ম্যাচ ওয়েবসাইটে

আপনি দুটো ওয়েবসাইটের মাধ্যমে আজকের খেলার যাবতীয় আপডেট জানতে পারবেন। এই দুটো ওয়েবসাইটের মধ্যে ম্যাচের সময়সূচী এবং সরাসরি স্ট্রিমিং সরবরাহ করে যেখান থেকে আপনি স্কোর জানতে পারবেন। ESPN Cricinfo অথবা Cricbuzz

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia 1st ODI 2023)

আমরা দেখেছি 1st ODI ম্যাচে ভারতের চমৎকার বোলিং লাইন অস্ট্রেলিয়া ১০ উইকেটে টার্গেট দেয় 274। 1st ODI ম্যাচে Mohammad shami দুর্দান্ত বোলিং করেছিলেন ১০ ওভারে ৫১ রান দিয়ে হাতিয়ে নেন ৫ উইকেট। Shubman Gill চমৎকার ব্যাটিং পারফরমেন্স ৭৪ রান করেছিলেন 1st ODI ম্যাচে। IND won by 5 wickets (8 ball left)

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia 2nd ODI 2023)

ভারত বনাম অস্ট্রেলিয়ার 2nd ODI ম্যাচে shreyas iyer 105 (90 ball) shubman gill 104 (97 ball) Suryakumar yadav 72+ (37ball) ভারত টার্গেট দেয় 399/5 উইকেটে। কিন্তু অস্ট্রেলিয়া শুরুতেই উইকেট ধরে না রাখার কারণে 217 রান পর্যন্ত অল উইকেট পড়ে যায়। 2nd ODI ম্যাচে অনেক বড় ব্যবধানে জয় পায় ভারত।

Sky Sports Mix Live Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *