শুরু হলো মাহে রমজান সেহরি ও ইফতারের সময়সূচী 2023
রমজান ইসলামের বিশেষ একটি মাস যা হিজরি ক্যালেন্ডারের নবম মাস। আল্লাহ সুবহানুতায়ালা আমাদের প্রতি অনেক বড় ইহসান করেছেন কেননা সারা বছর আমাদের যে ইবাদতের আমলে ত্রুটি ঘাটতি হয় অভাব থাকে সেটা পুষিয়ে নেওয়ার জন্য রমাদানের মত এবাদতের মাস দিয়েছেন এটি মুসলিমদের জন্য একটি অত্যন্ত পবিত্র মাস। ইসলামিক মাস গুলির মধ্যে রমজান মাস একটি বিশেষ মাস কারণ এই মাসে মুসলিমদের নিয়মিত রোজা রাখা, সালাত আদায় করা, পবিত্রতা বজায় রাখা,ইত্যাদি যা ইসলামে একটি মুখ্য পর্ব।
এই মাসে মুসলিম সমাজ সম্পূর্ণ একটি মাস বৈধ কাজ করতে বাধ্য থাকে এবং রোজা রাখে। রমজান মাসের সবচেয়ে বড় আমল হলো সিয়াম পালন করা রমজানের মধ্যে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা একটি বেশ ভালো সুযোগ প্রদান করেন যার মাধ্যমে তাঁর প্রতি আমল একটুখানি বেশী মানে পেতে পারেন। রমজানে মুসলিমরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করে এবং ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে থাকেন। এছাড়াও রমজানে জাকাত দান এবং দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করা উচিত এবং একটি উপকার প্রবৃত্তির মাস হিসেবে রমজানে প্রচলিত কিছু আদব আদর বহন করা উচিত।
রোজার নিয়ত
রোজার নিয়ত করতে হলে মনে করতে হবে যে রোজা রাখা হচ্ছে ইহসানের জন্য, তাই আল্লাহর রাজত্ব এবং পরবর্তী জীবনের জন্য মন নিতে হবে। রোজা শুরু করার আগে একটি নিয়ত করা প্রয়োজন যাতে রোজার পূর্ণাঙ্গ ফল পাওয়া যায়। রোজার নিয়ত যারা আরবিতে না পারি তারা মূলত এভাবে বলতে পারেন।
“নিয়ত করলাম আজ সকালের অন্তর্ভুক্ত হওয়ার সময় থেকে আমি ঈমানদারী, সকল ক্ষতি থেকে বিরত থাকব এবং আল্লাহর প্রতি অত্যন্ত মুখলস মনের সাথে আজ পূর্বাহ্ন থেকে আবদ্ধ হয়ে এই রোজা রাখব।”
আরবিতে: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলায়: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার আরবি নিয়ত এর অর্থ: হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।