এসএসসি রেজাল্ট চেক ও মার্কশিট ডাউনলোড ২০২৫

এসএসসি রেজাল্ট চেক ও মার্কশিট ডাউনলোড

এসএসসি পরীক্ষায় কৃতকার্য অনেকেই আছেন যারা অনলাইন থেকে কিভাবে এসএসসি রেজাল্ট ও মার্কশিট ডাউনলোড করতে হয় জানেন না। চলুন দেখে নেই কিভাবে অনলাইন থেকে এসএসসি রেজাল্ট চেক ও মার্কশিট ডাউনলোড ২০২৫ করতে হয়। এবং কোন সাবজেক্টে কি Grade পেয়েছেন দেখার জন্য লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

এসএসসি রেজাল্ট চেক ও মার্কশিট ডাউনলোড করার নিয়ম 

এসএসসি রেজাল্ট চেক ও মার্কশিট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে Education Board Results Check এই লিংকে ক্লিক করতে হবে। কিভাবে এসএসসি রেজাল্ট সহ মার্কশিট ডাউনলোড করতে হয় ছবি সহ নিচের এই ধাপগুলো অনুসরণ করে সিলেক্টকৃত অপশনগুলো পূরণ করুন।

SSC Result Check

প্রথম দাপ:  প্রথমে Examination ঘরে ক্লিক করুন। সেখানে সিলেক্ট করুন SSC/Dakhil/Equivalent। আপনি যদি SSC/Dakhil শিক্ষার্থী হন তাহলে SSC/Dakhil ঘরটি সিলেক্ট করুন।

দ্বিতীয় ধাপ: আপনি কোন Year এ পরীক্ষা দিয়েছেন বছর ঘরটি সিলেক্ট করুন। যেহেতু আপনি ২০২৫ সালের পরীক্ষার্থী তাহলে আপনি ২০২৫ সিলেক্ট করুন।

তৃতীয় ধাপ: আপনি যদি Dhaka Board থেকে পরীক্ষা দেন তাহলে Dhaka Board সিলেক্ট করুন।

চতুর্থ ধাপ:  আপনার ০৬ ডিজিটের Roll No. টি সঠিকভাবে বসান যেন কোন ভুল না হয়।

পঞ্চম ধাপ: এরপর আপনি Reg: No. সঠিকভাবে বসান যাতে রেজিস্ট্রেশন নাম্বার ভুল না হয়। 

ষষ্ঠ ধাপ: তারপর একটা ক্যাপচা পূরণ করুন নাম্বার দুটো যোগ করে খালি ঘরে বসিয়ে দিন। 

সপ্তম ধাপ: সবকিছু ঠিকঠাক দেওয়ার পরে Submit বাটনে ক্লিক করতে হয় ক্লিক করুন। 

এসএসএসসি মার্কশিট ডাউনলোড ২০২৫

আপনি উপরের অপশনগুলো সঠিক নিয়মে পূরণ করলে এরকম আপনার রেজাল্ট পেজ ও কোন সাবজেক্টে কি Grade পেয়েছেন দেখতে পারবেন।

SSC Marksheet Download

SSC Marksheet Download [ Click Here ]

আশা করি আপনারা এই পোস্টটি পড়ে বুঝেছেন কিভাবে অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করতে হয়। এই পোস্টটি শেয়ার করে অনলাইনে আপনাদের বন্ধুদের রেজাল্ট দেখার সুযোগ করে দেন।

পড়াশোনা নিয়ে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *