বিড়াল কেন এত বেশি ঘুমায় ?

পৃথিবীতে অনেক প্রাণীর মধ্যে বিড়াল হচ্ছে একটি আরামদায়ক প্রাণী। যারা বিড়াল পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে বিড়াল দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। কিন্তু কেন বিড়াল এত বেশি ঘুমায় আমাদের হয়তো অনেকের অজানা। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিড়াল কেন এত বেশি ঘুমায় ? কিছু মজাদার তথ্য।

শিকারীকারী প্রাণী 

আমরা হয়তো অনেকেই জানি বাসা বাড়িতে ইঁদুর থাকলে বিড়াল তা স্বীকার করে। তাই শিকারের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, এবং সেই শক্তি সঞ্চয় করার জন্য তাদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। এই কারণেই তারা দৈনিক ১২-১৬ ঘণ্টা বা তারও বেশি সময় ঘুমিয়ে কাটায়।

শক্তি সংরক্ষণ

বিড়ালের ঘুম সাধারণত ‘ক্যাট ন্যাপ’ নামে পরিচিত। অর্থাৎ, তারা খুব গভীরভাবে না ঘুমিয়ে প্রায়ই হালকা ঘুমিয়ে থাকে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে। প্রয়োজনে দ্রুত জেগে ওঠার ক্ষমতাও তাদের মাঝে রয়েছে। তাই বিড়ালদের দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুম তাদের শক্তি সঞ্চয়ের জন্য প্রয়োজন হয় এজন্য তারা এত বেশি ঘুমিয়ে থাকে। 

বয়সের প্রভাব

বিড়ালের ঘুম একটা অভ্যাসগত কারণ বয়সের ওপর তাদের ঘুমের পরিমাণও নির্ভর করে। সাধারণত ছোট বিড়ালেরা বেশি ঘুমায় কারণ ছোট বিড়ালদের শারীরিক মানসিক শক্তি বৃদ্ধির জন্য তাদের বেশি ঘুম প্রয়োজন। এছাড়া বয়স্ক বিড়ালেরাও বেশি ঘুমায় কারণ তাদের শরীর আরও বিশ্রামের প্রয়োজন অনুভব করে। তাই বিড়াল ঘুম প্রেমী ।

আবহাওয়ার প্রভাব

ঠান্ডা বা মেঘলা আবহাওয়ায় বিড়ালেরা সাধারণত বেশি ঘুমায়। এছাড়াও শীতের দিনে বিড়ালরা সুন্দর করে গুটিয়ে শুয়ে থাকতে পছন্দ করে। অনেক সময় দেখা যায় রাতে বিছানায় আপনি যখন শুয়ে থাকেন দেখবেন আপনার পায়ের নিচে বিড়াল গুটিয়ে শুয়ে রয়েছে। অন্যদিকে, গরম আবহাওয়ায় বিড়ালেরা তুলনামূলক কম ঘুমাতে পারে কারণ গরমে তাদের শরীর বেশি সময় ঘুমে অস্থির হয়ে ওঠে।

আরাম ও নিরাপত্তা

বিড়াল সাধারণত একটু আরাম পেলেই সেখানে ঘুমিয়ে পড়ে। যেখানে মানুষের আনাগোনা কম থাকে নিরিবিলি পরিবেশ থাকে সেখানে ঘুমিয়ে থাকে। ঘুমানোর সময় তারা আশেপাশের পরিবেশ সম্পর্কে বেশ সতর্ক থাকে। নিরাপত্তাহীন পরিবেশে তারা আরামে ঘুমাতে পারে না তাই বারবার জেগে উঠে। 

বিড়ালের ঘুমের সময় কমে বা বেড়ে গেলে কী করবেন?

যদি দেখেন যে আপনার বিড়াল প্রয়োজনের থেকে বেশি ঘুমিয়ে থাকে বা কম তবে সেটা তার শারীরিক বা মানসিক সমস্যার কারণ হতে পারে। এমন সময় বিড়ালের স্বাস্থ্য সুরক্ষার জন্য একজন পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হবে।

শেষ কথা 

বিড়ালের ঘুম একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধরে নিন। তাদের শক্তি সংরক্ষণ, আবহাওয়ার প্রভাব, এবং বয়সের জন্য তারা ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুমিয়ে থাকে এটি তাদের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। তাই আপনার বিড়াল যদি বেশি ঘুমায় তাহলে এটি স্বাভাবিক আচরণ হিসেবেই বিবেচনা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *