আমাদের দেশ সম্পর্কে ১০ টি বাক্য যা মন ছুঁয়ে যাবে

আমরা আমাদের দেশকে কতটা ভালোবাসি? এই প্রশ্নের উত্তর হয়তো এক কথায় দেওয়া কঠিন। কিন্তু কিছু কথা আছে যা শুনলে বা পড়লে আমাদের দেশের জন্য মনটা গর্বে ভরে ওঠে। কত স্মৃতি, কত ভালোবাসা, কত গর্ব জড়িয়ে আছে এই মাটির সাথে। প্রতিদিনের ব্যস্ততায় আমরা হয়তো এসব কথা ভুলে যাই। তাহলে চলুন, আজ নতুন করে আমাদের প্রিয় মাতৃভূমি সম্পর্কে জেনে নেই এমন দশটি সহজ বাক্যে, যা আমাদের দেশের পরিচয় বহন করে।
আমাদের দেশ সম্পর্কে ১০ টি বাক্য: প্রাণের চেয়েও প্রিয় বাংলাদেশ
১. আমাদের দেশ সবুজ আর শ্যামল।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ফসলের মাঠ দেখলে চোখ জুড়িয়ে যায়। এর মাঠে মাঠে ধানের দোলা লাগে। চারিদিকের সবুজের সমারোহ যা মনকে শান্ত করে দেয়। এই সবুজ আমাদের দেশের পরিচয়।
২. নদীমাতৃক বাংলাদেশ
পদ্মা, মেঘনা, যমুনার মতো শত শত নদী আমাদের জীবন। নদীর বুকে নৌকা চলে। নদীর পানি দিয়ে আমাদের ফসল ফলে। নদী আমাদের মায়ের মতো। তাই তো আমরা নদীমাতৃক দেশের মানুষ।
৩. বাংলা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি।
পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছি। ভাষার প্রতি এমন ভালোবাসা পৃথিবীতে আর কোথাও নেই। বাংলা আমাদের গর্ব। আমরা বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি এটা আমাদের সেরা পরিচয়।
৪. আমরা বীরের জাতি
অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ১৯৭১ সালের যুদ্ধ আমাদের সাহসের গল্প বলে। লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এই দেশ আমাদের অহংকার।
৫. সুন্দরবন ও কক্সবাজার আমাদের গর্ব
সুন্দরবন আমাদের গর্বের এক বন। আমাদের সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে রয়েল বেঙ্গল টাইগার থাকে। আর কক্সবাজারের সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম। কক্সবাজারের এই সমুদ্র সৈকত আমাদের দেশের এক অমূল্য সম্পদ।
৬. এখানকার মানুষ খুব অতিথি পরায়ণ
আমাদের দেশের মানুষের মন খুব সহজ সরল ও অনেক বড়। অতিথির জন্য তাদের দরজা সবসময় খোলা থাকে। বাড়িতে অতিথি এলে আমরা খুশি হই। আমাদের অতিথি পরায়ণ ও আন্তরিকতা পৃথিবী বিখ্যাত।
৭. আমরা নানা উৎসবে মেতে উঠি।
পহেলা বৈশাখ, ঈদ বা পূজা, সব উৎসবে আমরা এক হয়ে যাই। উৎসবের দিনগুলো আমাদের জন্য অনেক আনন্দের। আমরা সবাই মিলে আনন্দ করি।
৮. মাছে ভাতে বাঙালি আমাদের পরিচয়।
গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা চেনেন না এমন কেউ নেই। এখানকার পিঠা, পায়েস আর বিরিয়ানির স্বাদ মুখে লেগে থাকে। আমাদের খাবার খুব সাধারণ কিন্তু অনেক স্বাদের। এটি আমাদের সংস্কৃতির অংশ।
৯. ক্রিকেট আমাদের ভালোবাসা
আমরা ক্রিকেট খেলা খুব ভালোবাসি। বাংলাদেশ দল যখন খেলে, আমরা সবাই মিলে তাদের জন্য গলা ফাটাই। জিতলে আমাদের আনন্দ লাগে, আর হারলে মারতে মন চায় শালাদের।
১০. আমাদের দেশ দিনে দিনে এগিয়ে যাচ্ছে।
বর্তমানে আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে। চারদিকে নতুন নতুন কাজ হচ্ছে। সব বাধা পেরিয়ে আমরা উন্নতির দিকে এগিয়ে চলেছি। আমরা সবাই মিলে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব। এই এগিয়ে চলাই আমাদের শক্তি।
বাংলাদেশ সম্পর্কে বাক্য শেষ কথা
এই দশটি বাক্য আমাদের দেশের একটি ছোট ছবি মাত্র। আমাদের দেশের গল্প অফুরন্ত। এই মাটির প্রতি আমাদের ভালোবাসা কখনও শেষ হবে না। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আরও বেশি ভালোবাসি এবং এর জন্য কাজ করি। আমাদের দেশের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করে? আমাদের জানাতে পারেন।
আমাদের দেশ সম্পর্কে আরও বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য জানতে চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে।