টিভিএস স্কুটির দাম কত

‘টিভিএস’ ভারতীয় এই ব্যান্ড টি দীর্ঘদিন যাবত বাংলাদেশের সফলভাবে ব্যবসা করে আসছে। এর কারণ হলো এই ব্রান্ডের বাইকের আকর্ষণীয় ডিজাইন, কালার ও মানসম্মত ইঞ্জিন ক্যাপাসিটি। বাইকের পাশাপাশি গ্রাহক চাহিদা ও যুগের সাথে তাল মিলিয়ে টিভিএস ব্র্যান্ড বিভিন্ন উন্নত মানের স্কুটি বাজারে এনেছে। টিভিএস এর স্কুটির দাম সম্পর্কে আমরা অনেকেই অজানা। অনেকের মত আপনিও কি টিভিএস স্কুটির দাম সম্পর্কে অজানা??আপনি কি জানতে চান  টিভিএস স্কুটির দাম কত? তো আজকে আমরা আলোচনা করবো, টিভিএস স্কুটির দাম কত?? টিভিএস স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০১৩। আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং বিস্তারিত জেনে নিন –

টিভিএস স্কুটি প্রাইস ইন বাংলাদেশ

যতই দিন যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। এবং সেই সাথে বেড়ে যাচ্ছে বাজারে স্কুটির চাহিদা। টিভিএস স্কুটির দাম ৫২,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই স্কুটি গুলোর ইঞ্জিন, গুণগত মান ও ডিজাইন অসাধারণ। কম দামের মধ্যে ভালো মানের স্কুটি কিনতে হলে টিভিএস ই সেরা। চলুন দেখি টিভিএস স্কুটি প্রাইস ইন বাংলাদেশ। 

টিভিএস স্কুটির দাম কত

বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্কুটি পাওয়া গেলেও টিভিএস ব্র্যান্ডের স্কুটি সবচেয়ে এগিয়ে। চাহিদা ও গুণগত মানে টিভিএস ব্যান্ড অনন্য। বাজারে টিভিএস ব্যান্ডের বিভিন্ন স্কুটি পাওয়া যায়

  • TVS XL 100,  Price : 59,900 taka 
  • TVS  XL 100 i–touch, Price : 88,990 taka 
  • TVS XL 100 Comfort,  Price : 92,990 taka 
  • TVS Jupiter,  Price : 1,42,900 taka 
  • TVS Scooty Zest 110,  Price : 1,47,500 taka 
  • TVS Rockz 125, Price : 1,53,900 taka 
  • TVS Wego 110, Price: 1,59,990 Taka 
  • TVS N torq 125, Price: 1,94,990 Taka

টিভিএস স্কুটি প্রাইস ইন বাংলাদেশ 

TVS XL 100,  Price : 59,900 taka 

  • Engine type: Air cooled, 4 stroke, single cylinder. 
  • Engine  displacement  : 100cc
  • Top speed : 80 km/h
  • Mileage : 60 km/L
  • Maximum power : 4.3 bhp, 6000 rpm
  • Maximum torque : 6.5 Nam, 3500 rpm
  • Starting  : kick 
  • Gear : 4
  • Fuel capacity : 4 L
  • Weight  : 80 kg
  • Height : N/A

টিভিএস এক্সেল ১০০ স্কুটি টি ১০০ সিসির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট। এবং এর ইঞ্জিন টাইপ এয়ারকুলেট ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। tvs xl 100 এক ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার দূরত্ব  অতিক্রম করতে পারে। এই স্কুটির মাইলেজ অনেক ভালো। এক লিটার তেলে ৬০ কিলোমিটার অতিক্রম করতে পারে। tvs xl 100 স্কুটি টি কম দামের মধ্যে অনেক ভালো। 

TVS  XL 100 i–touch,  Price : 88,990 taka

  • Engine type: Air cooled, 4 stroke, single cylinder. 
  • Engine  displacement  : 99.7 cc
  • Top speed : 85 km/h
  • Mileage : 55 km/L
  • Maximum power : 4.3 bhp, 6000 rpm
  • Maximum torque : 6.5 Nm, 3500 rpm
  • Starting  : kick and Electric
  • Gear : 4
  • Fuel capacity : 4 L
  • Weight  : 86 kg

TVS XL 100 i–touch স্কুটি চার লিটার ফুয়েল ক্যাপাসিটি এবং ৮৬ কেজি ওজন বিশিষ্ট একটি স্কুটি। যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ৯৯.৭সিসি। টিভিএস এক্সেল 100-i  4.3 বি এইচ পি এর মাধ্যমে ৬ হাজার আরপিএম ক্ষমতার উৎপন্ন করতে পারে এবং ৬.৫ এন এম এর দ্বারা ৩৫০০ আরপিএম ঘূর্ণন উৎপন্ন করতে পারে। এই স্কুটিতে স্টার্টিং হিসেবে সেলফ এবং কিক দুটি সিস্টেমই রাখা হয়েছে। 

TVS XL 100 Comfort,  Price : 92,990 taka 

  • Engine type:  4 stroke, single cylinder. 
  • Engine  displacement  : 100 cc
  • Top speed : 80 km/h
  • Mileage : 60 km/L
  • Maximum power : 4.3 bhp, 6000 rpm
  • Maximum torque : 6.5 Nm, 3500 rpm
  • Starting  : kick 
  • Gear : 1
  • Fuel capacity : 4 L
  • Weight  : 80 kg
  • Height : 1110mm

tvs ব্র্যান্ডের এক্স এল ১০০ কমফোর্ট কম দামের মধ্যে অনেক ভালো মানের স্কুটি। এই স্কুটির ইঞ্জিন টাইপ খুবই ভালো। এছাড়া সর্বোচ্চ স্পিড এক ঘন্টায় ৮০ কিলোমিটার। এছাড়া এই স্কুটি ৪.৩ ব্রেক হর্স পাওয়ারে সর্বোচ্চ ৬ হাজার আরপিএম পাওয়ার উৎপন্ন করতে পারে। আপনি যদি কম দামের মধ্যে ভালো মানের স্কুটি কিনতে চান, ভালো সার্ভিস কোয়ালিটি পেতে চান তাহলে টিভিএসের tvs xl 100 কনফোর্ট স্কুটি নিতে পারেন। 

TVS Jupiter,  Price : 1,42,900 taka 

  • Engine type:  4 stroke, single cylinder, CVTi, fuel injection. 
  • Engine  displacement  : 110 cc
  • Top speed : 90 km/h
  • Mileage : 50 km/L
  • Maximum power : 7.47 ps, 7000 rpm
  • Maximum torque : 8.4 Nm, 5500 rpm
  • Starting  : kick and self 
  • Fuel capacity : 6 L
  • Weight  : 109 kg
  • Height : 1286mm

TVS Jupiter স্কুটির মাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি। এই স্কুটির ডিজাইন এবং কালার এত আকর্ষণীয় যে গ্রাহক দেখলেই পছন্দ করবে। tvs জুপিটার স্কুটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে CVTi, ফুয়েল ইনজেকশন ও ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। এই স্কুটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১১০ সিসি। ৬ লিটার ফুয়েল ক্যাপাসিটির এই স্কুটিতে আছে কিক এন্ড সেল্ফ স্টাটিং মোড। এছাড়া ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে চলতে পারে এবং ৫০ কিলোমিটারে তেল খরচ হয় এক লিটার। 

TVS Scooty Zest 110,  Price : 1,47,500 taka 

  • Engine type:  4 stroke, single cylinder, air cooled spark ignition system. 
  • Engine  displacement  : 110 cc
  • Top speed : 85 km/h
  • Mileage : 50 km/L
  • Maximum power : 7.9 bhp, 7500 rpm
  • Maximum torque : 8.8 Nm, 5500 rpm
  • Starting  : kick and self 
  • Fuel capacity : 5 L
  • Weight  : 103 kg
  • Height : 1139 mm

মিডিয়াম দামের মধ্যে স্কুটি কিনতে চাইলে টিভিএস স্কুটি জেস্ট ১১০ খুবই ভালো মানের স্কুটি। এটাতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী  ফোর স্ট্রোক,  সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুলেট স্পার্ক ইগনিশন সিস্টেম। এছাড়া এটাতে ব্যবহারিত হয়েছে 7.9 ব্রেক হর্স পাওয়ারে ৭৫০০ আরপিএম পাওয়ার। TVS Scooty Zest 110 এ-র মাইলেজ ৫০ কিলোমিটার পার লিটার এবং সর্বোচ্চ স্পিড ৮৫ কিলোমিটার পার ঘন্টা। 

TVS Rockz 125, Price : 1,53,900 taka 

  • Engine type:  4 stroke, single cylinder, SOHC
  • Engine  displacement  : 125 cc
  • Top speed : 100 km/h
  • Mileage : 45 km/L
  • Maximum power : 10.5 bhp,
  • Maximum torque :10 Nm, 
  • Starting  : kick and self 
  • Fuel capacity : 4 L
  • Gear : 4

উন্নত মানের স্কুটির সারিতে আছে  TVS Rockz 125.। দাম একটু বেশি হলেও এই স্কুটির সার্ভিস কোয়ালিটি অত্যন্ত ভালো। ব্যবহারিত হয়েছে ১২৫ সিসি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। এক ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলতে পারে এবং প্রতি ৪৫ কিলোমিটারে ১ লিটার তেল লাগে। টিভিএস রকিজ ১২৫ স্কুটির মেক্সিমাম পাওয়ার এবং মেক্সিমাম টর্ক অত্যন্ত বেশি। তবে সব মিলিয়ে এই স্কুটি সার্ভিস ম্যান ও লং লাস্টিং  ক্যাপাসিটি দারুন হবে। 

TVS Wego 110, Price: 1,59,990 Taka

  • Engine type:  Air Cooled,4 stroke, SI Engine
  • Engine  displacement  : 110 cc
  • Top speed : 90 km/h
  • Mileage : 55 km/L
  • Maximum power : 7.8 bhp,7500 rpm
  • Maximum torque :8 Nm, 5500 rpm
  • Starting  : kick and self 
  • Fuel capacity : 5 L
  • Weight :108 kg
  • Height: 1180 mm

TVS Wego 110 স্কুটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১১০ সিসি। স্কুটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে এয়ার কুলেট ৪ স্টক এস আই ইঞ্জিন। ১০৮ কেজির এই স্কুটির সর্বোচ্চ স্পিড ৯০ কিলোমিটার ঘন্টায়। এছাড়া সর্বোচ্চ মাইলেজ ৫৫ কিলোমিটার পার লিটার। টিভিএস উইগো ১১০ স্কুটির ফুয়েল ক্যাপাসিটি  ৫ লিটার। এছাড়া শক্তিশালী টর্ক ও শক্তিশালী পাওয়ার ব্যবহৃত হয়েছে। 

TVS Entorq 125, Price: 1,94,990 টাকা

  • Engine type:  Air Cooled,4 stroke, SI, fuel injection 
  • Engine  displacement  : 125 cc
  • Top speed : 100 km/h
  • Mileage : 48 km/L
  • Maximum power : 9.38 ps 7000 rpm
  • Maximum torque :10.5 Nm, 5500 rpm
  • Starting  : kick and self 
  • Fuel capacity : 5.8 L
  • Weight :118 kg
  • Height: 1164 mm

tvs ব্র্যান্ডের সবচেয়ে ভালো ও বেশি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট যুক্ত স্কুটি TVS ENtorq 125. শক্তিশালী ইঞ্জিন ও পাওয়ার ক্ষমতা অত্যাধিক। টিভিএস ইন টর্ক১২৫, ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলতে পারে। এছাড়া এক লিটার তেল দিয়ে ৪৮ কিলোমিটার চালানো যায়। এই স্কুটির ফুয়েল ক্যাপাসিটি ৫.৮ লিটার এবং ওজন ১১৮ কেজি। ৯.৩৮ পিএস এ ৭০০০ আরপিএম পাওয়ার উৎপন্ন করতে পারে এবং ১০.৫ এন এম এ ৫৫০০ আরপিএম টর্ক উৎপন্ন করতে পারে। এই স্কুটির দাম একটু বেশি হলেও অত্যন্ত ভালো মানের। 

টিভিএস স্কুটি নিউ মডেল 

টিভিএস স্কুটির নিউ মডেল হিসেবে  বাজারে আছে, TVS Rockz 125,, TVS ENtorq 125, TVS XL 100 comfort, TVS Wego 110, TVS scooty zest 110, TVS XL 100 i-touch। এই স্কটিগুলো বর্তমানে বাজারে নিউ মডেল হিসেবে আছে। 

ব্যক্তিগত মতামত

টিভিএস স্কুটি কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন। আমাদের মতে টিভিএস ব্র্যান্ড বর্তমানে ভালই চলতেছে এবং এ-ই ব্যান্ডের স্কুটি খুব ভালো হয়। আমরা বিভিন্ন মডেল ও দাম নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আমাদের ব্যক্তিগত মতামত হিসেবে TVS ENtorq 125, TVS Rockz 125, বেশি ভালো লেগেছে। 

মন্তব্য

এতক্ষণ আমরা আলোচনা করলাম, টিভিএস স্কুটির দাম কত? টিভিএস স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৩, এই বিষয়গুলো নিয়ে। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *