সহজে মেহেদি ডিজাইন

অনেক আপুরাই প্রফেশনাল দের মত সুন্দর সুন্দর ডিজাইন করে মেহেদি দিতে চায়। কিন্তু অনেকেই সুন্দর করে আর্ট করতে পারে না । ফলে অনেক আপুরাই সুন্দরভাবে আর্ট করতে না পারার কারণে তাদের মন খারাপ হয়ে যায় এবং কি মেহেদী আর্ট এর প্রতি অনীহা চলে আসে। তাই সেই সব আপুদের সমস্যা সমাধানের জন্য আমরা আজকে আলোচনা করব কিভাবে ৩ মিনিটের মধ্যে সুন্দর সহজে মেহেদি ডিজাইন আর্ট করা যায়।

সহজ পদ্ধতিতে মেহেদি ডিজাইন

মেহেদি রঙে রাঙাতে নিজেকে পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। বিশেষ করে কিশোরী এবং বাচ্চাদের মধ্যে মেহেদী দেওয়ার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। কিশোরীরা চায় কিভাবে নিজেকে ইউনিকভাবে  সাজানো  যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সবাই সুন্দর নকশা বা আলপনা আঁকতে পারি না। তাই এই আর্টিকেল থেকে আজ আপনারা জানতে পারবেন কিভাবে সহজে মেহেদি দিবেন।

১। মেহেদি স্টিকার

যারা কখনো মেহেদি দেননি বা মেহেদি দেওয়া সম্পর্কে যাদের কোন ধারণাই নেই। তাদের জন্য একটি উত্তম মাধ্যম হলো মেহেদি স্টিকার। মেহেদি স্টিকার গুলোর প্রাইস সাইজ অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। ছোট সাইজ ,মাঝারি সাইজ, বড় সাইজের স্টিকার গুলো আপনারা বাজারে পেয়ে যাবেন।

মেহেদি স্টিকার ব্যবহার: 

  • এই স্টিকার গুলোতে দুটি পার্ট থাকে। একটি পার্ট খুলে ওপর পার্টটি আমাদের হাতে বা পায়ে লাগাতে হবে।
  • হাতে সুন্দর ভাবে লাগানো হয়ে গেলে তার উপরে মেহেদি দিয়ে নিতে হবে।
  • তারপর স্টিকারটি তুলে দিতে হবে।
মেহেদি স্টিকার

তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্খিত সেই ডিজাইনটি। যাদের কাছে বাজারে কেনা মেহেদি নেই তারা বাড়িতে থাকা মেহেদি পাতা বেটে স্টিকারের উপর লাগিয়ে নিলে আপনাদের ডিজাইনটি হয়ে যাবে। এ কাজটা  আপনারা খুব কম সময়ে করে ফেলতে পারবেন।

২। চুনের ব্যবহার 

আমাদের বাড়িতে বৃদ্ধরা পান খাওয়ার জন্য চুন ব্যবহার করে থাকে। কিন্তু এখন আমরা জানবো কিভাবে চুন দিয়ে আমরা ডিজাইন বা আলপনা আর্ট করতে পারি।

  • প্রথমে চুন একটু পাতলা করে হাতের ডিজাইন করে দিতে হবে। ডিজাইন করা হয়ে গেলে তার উপর আলতো করে মেহেদি গুলো লাগিয়ে নিতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি পেয়ে যাব।

৩। ডট মেহেদি ডিজাইন 

ডট দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন বা আলপনা আঁকতে পারি। বিভিন্ন ধরনের ফুল আঁকার জন্য আমরা ডট ব্যবহার করি। প্রথমের ডটগুলো একে হাতের আঙ্গুলের সাহায্যে টেনে দিলে সুন্দর কিছু ডিজাইন  হয়ে যায়। এই পদ্ধতিটা অনেক সহজ এবং যে কেউ দিতে পারবে।

ডট মেহেদি ডিজাইন

৪। কটন বাড

অসাধারণ কিছু আলপনা কটন বাড দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এজন্য প্রথমে আমাদের ডিজাইন অনুযায়ী ছোট , মাঝারি বা বড় বিন্দু এঁকে নিতে হবে। তারপর আমরা কটন বাড দিয়ে সেই বিন্দুগুলোকে টেনে টেনে পাপড়ির আকার করে নেব। এভাবেই আমরা সুন্দরভাবে ডিজাইনটি আঁকতে পারি।

৫। লিপস্টিকের কভার দিয়ে ডিজাইন

অসাধারণ কিছু ফুলের ডিজাইন করতে পারি লিপস্টিকের কভার দিয়ে। আমরা অনেক সময় ফুল আঁকতে গিয়ে তার ভিতরের বৃত্ত টি সুন্দরভাবে না করার কারণে এটি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু লিপস্টিকের কবার দিয়ে এই বৃত্তটি আমরা খুব সহজে সুন্দর করে আর্ট করতে পারি। এটি র  সাহায্যে আমরা খুব সুন্দর ভাবে কোন গোলাপ এঁকে দিতে পারি। তার জন্য আমাদের কিছু টেকনিক অনুসরণ করতে হবে।

  • প্রথমে লিপস্টিক থেকে কভারটি নিতে হবে।
  • তারপর সেটি কিছু মেহেদির মধ্যে ডুবাতে হবে। তবে অবশ্যই সেটি হালকা করে করতে হবে যাতে শুধু নিচের অংশটুকুতেই মেহেদি থাকে।
  • এরপর এটি সাবধানে হাতে বা পায়ে লাগাতে হবে।

এভাবেই প্রতিটি স্টেপ ফলো করে বৃত্তটি খুব সহজেই একে নেওয়া যায়।

৬। এলিফ্যান্ট ডিজাইন

বাচ্চারা সব সময় পছন্দ করে ডিজাইনগুলো তাদের পছন্দের কোন প্রাণীর ছবি হয়। সেক্ষেত্রে আমরা কিছু স্টেপ ব্যবহার করে খুব সহজেই এলিফ্যান্ট ডিজাইনটি এঁকে নিতে পারি।

  • প্রথমে small letter এর e আঁকতে হবে।
  • তারপর e কে ডাবল করে হাতির সুর আঁকতে হবে।
  • e এর মাথায় চোখ এঁকে নিতে হবে।
  • তারপর এর সাথে কান, পা ,লেজ একে নিতে হবে।

৭। S দিয়ে ডিজাইন

S দিয়ে সুন্দর কিছু ডিজাইন আর্ট করা যায়।

  • প্রথমে S আর্ট করে দিতে হবে।
  • S এর দুই মাথা লাগিয়ে 8 মত করতে হবে।
  • তারপর নিজের ইচ্ছামত বিভিন্ন পাপড়ি দিয়ে ডিজাইন করে নিন।
S দিয়ে ডিজাইন

৮। হার্ট আকৃতির ডিজাইন

আমরা কম বেশি সবাই লাভ আর্ট করতে পারি। আবার অনেকেই দেখা যায় যে সুন্দরভাবে লাভ আর্ট করতে পারে না। তাদের জন্য আজকে দেখাবো কিভাবে খুব সহজেই লাভ আর্ট করা যায়।

  • প্রথমে একটি কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে সেখানে লাভের অর্ধেক পার্ট আর্ট করতে।
  • তারপর সে টি  কেটে দিতে হবে।
  • এবার দেখা যাবে সেটা লাভ  হয়ে গেছে।
  • এরপর এই লাভটি হাতের উপর রেখে বিভিন্নভাবে সাজিয়ে ডিজাইন করতে পারবেন।

৯। ঢেঁড়স দিয়ে মেহেদী আর্ট

কমবেশি সবার বাসায়ই সবজি হিসেবে ঢেঁড়স থাকে। এই ঢেঁড়স দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের মেহেদি আর্ট করতে পারি।

  • প্রথমে ঢেঁড়স গোল গোল করে কেটে নিন।
  • তারপরসের ভিতরে থাকা বীজগুলো ফেলে দিন।
  • এবার ডিজাইন অনুযায়ী গোল করে কেটে রাখা ঢেঁড়স গুলো বসিয়ে নিন।
  • বীজ  থাকা খালি জায়গাগুলোতে পরিমাণ মতো মেহেদি দিয়ে নিন।
  •  চারপাশেও আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারেন।
  • তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ডিজাইন।

১০। চিরুনি দিয়ে আর্ট

চিরুনি আমাদের সবার বাসায়ই আছে। চিরুনি দিয়ে আমরা অনেক সুন্দর ভাবে ডিজাইন একে নিতে পারি। 

এজন্য—–

  • প্রথমে আমরা যে জায়গাগুলোতে মেহেদি লাগবেনা সেখানে কোনাকুনিভাবে কষ্টিপ  লাগিয়ে দিতে হবে।
  • তারপর পুরো হাতে পেস্ট করে রাখা মেহেদি লাগিয়ে নিতে হবে।
  • এবার লাগানো মেহেদির উপর দিয়ে চিরুনি দিয়ে আলতো করে আছড়িয়ে নিন।
  • এবার কস্টিপগুলো উঠিয়ে ফেলুন।

 তাহলে সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে।

১১। কাঁটা চামচ দিয়ে ডিজাইন

কাটা চামচ দিয়েও আমরা দারুন কিছু ডিজাইন করে নিতে পারি। 

এজন্য——

  • প্রথমে আমরা যে হাতে বা পায়ে মেহেদি লাগাবো সেই পুরো জায়গায় ভালোভাবে মেহেদি লাগিয়ে নিতে হবে।
  • এরপর মেহেদির উপর কাটা চামচ দিয়ে বিভিন্ন শেপে এঁকে নিতে হবে।
  • তাহলে সুন্দর একটি ডিজাইন চলে আসবে।

১২। নয়ন তারা ফুল দিয়ে মেহেদী আর্ট 

  • প্রথমে ফুলটি ভালোভাবে হাতে লাগিয়ে দিতে হবে
  • এক্ষেত্রে অনেকগুলো ফুল ডিজাইন অনুযায়ী সাজিয়ে নিতে হবে।
  • এবার ফুলের উপর দিয়েই মেহেদি লাগিয়ে নিতে হবে।
  • তারপর শুকিয়ে গেলে ফুলগুলি তুলে নিতে হবে।
  • তাহলে সুন্দর কিছু নয়নতারা ফুলের ডিজাইন উঠে যাবে।

উপরে দেওয়া স্টেপগুলো ফলো করলে যে কেউ খুব সহজে মেহেদী ডিজাইন করে নিতে পারবে। এগুলো সমন্বয় করে অনেক ইউনিক কিছু ডিজাইন আর্ট করতে পারেন। নিজের মনের মতো ডিজাইন দিয়ে সাজাতে পারেন নিজেকে।

এরপর আমরা আসবো কিভাবে মেহেদির রং গাঢ় করা যায়? সেজন্য চোখ রাখুন আমাদের বাংলা গাইডে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *