ক্যাডেট কলেজে পড়ার সুবিধা

মাধ্যমিকের পড়াশোনা যখন শুরু হয় তখন প্রত্যেক ছাত্র-ছাত্রী চায় একটা ভালো ক্যারিয়ারের জন্য মানসম্মত কলেজে ভর্তি হতে। মানসম্মত কলেজের তালিকায় সবার প্রথমে কিন্তু চলে আসে ক্যাডেট কলেজের নাম। অনেকেই আছেন যারা ক্যাডেট কলেজের স্বপ্ন দীর্ঘদিন থেকে লালন করেন। কারণ ক্যাডেট কলেজমানেই মানসম্মত শিক্ষা, মানসম্মত ক্যারিয়ার।

ক্যাডেট কলেজ গুলো পরিচালনা করে ডিফেন্স মিনিস্ট্রি। ক্যাডেট কলেজের একটা লক্ষ্য থাকে যাতে ভবিষ্যতের সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা তৈরি হয়। প্রত্যেক বছর ৬০০ জনের মধ্যে ৪৫০ জন ছেলেএবং ১৫০ জন মেয়ে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পায়। অনেকেই আছেন যারা ক্যাডেট কলেজে পড়ার স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করছেন কিন্তু এর সুবিধাসমূহ সম্পর্কে জানেন না,আমাদের এই লেখাটির মাধ্যমে ক্যাডেট কলেজে পড়ার সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ।

ক্যাডেট কলেজে পড়ার সুবিধা সমূহ

পড়াশোনার খরচের সুবিধা: অন্যান্য কলেজে পড়াশোনার খরচের চাইতে ক্যাডেটে পড়ার খরচ ভিন্ন। এখানে সবার জন্য খরচ নির্দিষ্ট না। খরচ নির্ভর করে একজন ছাত্রের অভিভাবকের দৈনিক,মাসিক আয় এর উপর। ধরুন আপনার পিতা একজন দিনমজুর তাহলে পড়ার খরচ অনেক কম হবে। আবার যদি আপনার পিতা একজন সরকারি কর্মকর্তা হন তাহলে পড়ার খরচ কিছু বেশি হবে। ক্যাডেটে পড়াশোনা খরচ সাধারণত ১৫০০ থেকে ২৫০০০ টাকা। অতিরিক্ত কোন বেতন বা ভর্তি ফি নেওয়া হয় না।

পড়াশোনার পরিবেশ: একটা কলেজ যতই ভালো হোক না কেন যদি পড়াশোনার পরিবেশ ভালো না হয় তাহলে কোন মূল্য নেই। কিন্তু ক্যাডেট কলেজ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। এখানে পড়াশোনার জন্য রয়েছে মনোরম পরিবেশ। এখানে মানসম্মত শিক্ষক তারা মানসম্মত শিক্ষা দেওয়া হয়। কোন বিষয় যদি বুঝতে না পারেন তাহলে এক্সট্রা ক্লাস অথবা আলাদাভাবে শিক্ষক সেটা বুঝিয়ে দেয়। এছাড়া ক্যাডেট কলেজের সহপাঠীরা অনেক হেল্পফুল হয়।

ক্যাম্পাস সুবিধা: প্রত্যেকটি ক্যাডেট কলেজে রয়েছে নিজস্ব অনেক বড় ক্যাম্পাস। খেলাধুলার জন্য অনেক বড় মাঠ থাকে। ক্যাম্পাসের পরিবেশ হয় মনোরম। এছাড়া ক্যাম্পাসে নামাজের জন্য ক্যাডেট মসজিদের ব্যবস্থা থাকে।

চিকিৎসা সুবিধা: ক্যাডেট কলেজে নিজস্ব চিকিৎসা ব্যবস্থা রয়েছে। প্রতিটি স্টুডেন্টদের জন্য সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। কেউ যদি মানসিক বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা ও হাসপাতাল সুবিধা দেওয়া হয়। এবং সুস্বাস্থ্য বিষয়ক গাইডলাইন দেওয়া হয়। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল।

নেতৃত্ব: যেহেতু ক্যাডেট কলেজ পরিচালনা হয় সামরিক বাহিনীর দ্বারা এই জন্য তাদের উদ্দেশ্যই থাকে প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন নেতৃত্বের গুণাবলী অর্জন করে কারণ একজন যোগ্য নেতা বা নেত্রী একটা জাতিকে আলোর পথ দেখাতে পারে। ক্যাডেট কলেজে প্রত্যেক ছাত্র-ছাত্রীর মধ্যে নেতৃত্ব সুলভ মনোভাব, সৎ সাহস, সৎ উদ্দেশ্যের বিকাশ ঘটে।

আবাসিক সুবিধা : ক্যাডেট কলেজে আছে আবাসন সুবিধা। মনোরম শান্তিপূর্ণ ও রুচিপূণ্য আবাসিক পরিবেশ বা হোস্টেল ব্যবস্থা। এছাড়া আছে ডাইনিং ও ক্যান্টিন ব্যবস্থা। যেখানে ছাত্রছাত্রীরা মানসম্মত খাবার পায়।

বৃত্তি সুবিধা : ক্যাডেট কলেজের গুরুত্বপূর্ণ একটি সুবিধা হল বৃত্তির সুবিধা। একজন ছাত্র যদি পড়াশোনায় খুব ভালো হয়, তাহলে তার টিউশন ফি কমানো হয় এবং তাকে আর্থিক ভাবে বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়।

বিশেষ কিছু সুবিধা

  • ব্যক্তিগত জীবনের চরিত্রের বিকাশ ঘটব। কারণ চরিত্র অমূল্য সম্পদ। ক্যাডেট কলেজগুলো প্রত্যেক ছাত্র-ছাত্রীর মধ্যে মানবিক গুণাবলী, সততা, সদ্ব্যবহার, নেতৃত্বে,সৎ সাহস ইত্যাদি বিষয়গুলো মনোনিবেশ করে। ক্যাডেট কলেজ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে টিম ওয়ার্ক সম্পর্কে শেখায়।
  • ক্যাডেট কলেজের বিশেষ একটা সুবিধা হচ্ছে এখানে বিখ্যাত ব্যক্তিবর্গ আসা যাওয়া করে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিখ্যাত লোকদের দেখলে, তাদের সম্পর্কে জানলে শিক্ষার্থীদের মনোবল অনেক দৃঢ় হয়।
  • ক্যারিয়ার গঠনে ক্যাডেট কলেজের বিকল্প নেই। ক্যাডেট কলেজের একজন ক্যাডেটর ভবিষ্যতের সামরিক বাহিনীতে যোগ্য অফিসার হতে পারবেন। এছাড়া বড় ডাক্তার,ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বড় সরকারি কর্মকর্তা হতে পারবেন।

অন্যান্য সুবিধা :

প্রত্যেক ছাত্র-ছাত্রী নিজস্ব কিছু গুণ থাকে, দক্ষতা থাকে। কেউ গান গাইতে ভালবাসে, কেউ অভিনয়, কেউ আবৃত্তি, আবার কেউ কবিতা লিখতে পারেন। ক্যাডেট কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের এই নিজস্ব গুণ দক্ষতা প্রকাশ করতে পারেন। এছাড়া আরো রয়েছে স্পোর্টস, লাইব্রেরী, ল্যাব,জাদুঘর ইত্যাদি সুবিধা।মোট কথা হচ্ছে ক্যাডেট কলেজে পড়লে আপনি অযোগ্য থাকবেন না। আপনি যদি কোন বিষয়ে দুর্বল থাকেন তাহলে আপনার সহপাঠী ও শিক্ষকদের দ্বারা আপনি সেই বিষয়ে দক্ষ হবেন।

আমাদের কিছু কথা

আজকে আমাদের এই আর্টিকেলটি লেখার মূল উদ্দেশ্য হলো ক্যাডেট কলেজে পড়ার সুবিধা নিয়ে আলোচনা করা। আমি এবং আমরা আশা করছি আমাদের এই লেখাগুলোর মাধ্যমে আপনারা ক্যাডেট কলেজে পড়ার সুবিধা সম্পর্কে জানতে পারছেন। আসলে ভালো ক্যারিয়ার গঠনে ক্যাডেট কলেজের কোন বিকল্প নেই মনে রাখবেন একজন দক্ষ ক্যাডেটর একটি জাতিকে আলো দেখাতে পারে। আমাদের আর্টিকেলটি যদি আপনাকে ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর যদি ক্যাডেট কলেজে পড়ার সুবিধা সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *