কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের এই জেলা যা দেশের পর্যটনের তালিকা অবস্থান করছেন জনপ্রিয়তার শীর্ষে। কক্সবাজার বাংলাদেশের দর্শনীয় ও পর্যটন অঞ্চল পৃথিবীতে দীর্ঘতম সমুদ্র সৈকত এর মধ্যে কক্সবাজার নামকরা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের সৌন্দর্য পরিদর্শন করতে দেশ ও দেশের বাহিরের পর্যটকরা ঘুরতে আসে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 414 কিলোমিটার এবং চট্টগ্রাম জেলা থেকে 152 কিলোমিটার দূরে অবস্থিত। শুধু সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত না এই জেলায় রয়েছে আরো অনেক সুন্দর দর্শনীয় স্থান।
সেন্টমার্টিন, রামু বৌদ্ধ বিহার, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ, লাবনী বীচ, সুগন্ধা বীচ, কলাতলি বীচ, ইনানী বীচ, হিমছড়ি, মেরিন রোড, মহেশখালী,