ডিপজল কত টাকার মালিক

মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশ চলচিত্র শিল্পের একজন ভিলেন অভিনেতা ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্রের সুনাম এবং খ্যাতি অর্জনকারীর আরেক নাম ডিপজল। ডিপজল অভিনেতার পাশাপাশি তিনি প্রযোজক, রাজনীতিবিদ, এবং ব্যবসায়ী। ডিপজলের ডায়লগ, সিনেমা ও অভিনয় এবং তিনি কত টাকা আয় করেন তা অনেকেই হয়তো জানেন না। তো চলুন আজকে আমরা জেনে নেই ডিপজলের আয় তার গাড়ি, বাড়ি ও সকল সম্পত্তি সম্পর্কে। 

ডিপজলের পরিবার 

ডিপজলের মেয়ে ওলিজার বিয়ে

মেয়ে ওলিজার বিয়ে উপলক্ষে তিনি তার মেয়ে কে প্রায় তিন কোটি টাকার মতো একটি বাড়ি উপহার দিয়েছেন। এবং মেয়েকে একটি মার্সিডিজ ব্যান্ডের গাড়িও দিয়েছেন।

ডিপজলের সিনেমা ও অভিনয় জগত

একটা সময় ডিপজল ডায়লগ ও অভিনয় করার সুযোগ পেতেন না। পরে কঠোর পরিশ্রম করে তিনি বাংলাদেশের ভিলেনদের মধ্যে সেরা অভিনেতা হয়েছিলেন। নায়ক এবং ভিলেনদের মাঝে তার অভিনয় ছিল চমৎকার। তিনি বাংলা সিনেমায় ভিলেন ও নায়ক হিসেবেই অভিনয় করেছেন তার সাথে মান্না,শাকিব, রিয়াজ, আমিন খান সহ সকল নায়কই ভালো সিনেমার গল্প ফুটিয়ে তুলেছেন।

ডিপজলের ডায়লগ

সিনেমায় মধ্যে ছোট বড় সকল বয়সী মানুষদের কাছেই তার অনেক হাস্যকর ডায়লগের কথা সবার মনে পড়ে যায়। তার ডায়লগ সকলের মাঝেই আনন্দদায়ক ছিল।

ডিপজলের রাজকীয় বাড়ি এবং গাড়ি

ডিপজলের মত বাংলাদেশের আর কোন অভিনেতা এত গাড়ি, বাড়ি  এবং এত প্রতিষ্ঠানের মালিক হতে পারে নাই। ঢাকায় তার একটি 4 কোটি টাকার মতো আলিশান বাড়ি রয়েছে। তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি BMW সিরিজের গাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা। 

ডিপজলের ব্যবসা ও কৃষি খামার 

ডিপজল ব্যবসার ক্ষেত্রে নয় তিনি শখের বসে পাখি, গরু ছাগল একটি বিশাল খামার করেছেন। এছাড়াও তার ডিপজল ফুড ইন্ডাস্ট্রি নামে একটি ফুড ইন্ডাস্ট্রি রয়েছে

ডিপজল পরিবহন

আমাদের সকলের মাঝে একটি ভুল ধারণা যে ডিপজল পরিবহনের আসল মালিক মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু না ডিপজল পরিবহনের আসল মালিক তার বড় ভাই বাদশা সাহেব। বর্তমানে তার ছেলে ফয়সাল হোসেনের তত্ত্বাবধানে পরিবহন ব্যবস্থাটি পরিচালনা হচ্ছে।

তিনি একটি জনপ্রিয় পরিবহন ব্যবস্থা চালু করেছেন সেটি ডিপজল পরিবহন নামে পরিচিত আমরা সকলেই জানি। ডিপজলের ২৬০ টির মতো বাস রয়েছে যেখান থেকে তিনি প্রতিবছর লক্ষাধিক টাকা আয় করেন।

ডিপজলের আয় 

ডিপজল যখন অভিনয় জগতে পা রাখলেন তখনকার সময় সিনেমা প্রতি তার পারিশ্রমিক ছিল প্রায় 2 লক্ষ টাকা। পরবর্তীতে আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিক ও বাড়তে থাকে। তারপর তিনি চাচ্চু সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় 7 লাখ টাকা।তারপর থেকে তাকে আর পিছনে তাকাতে হয় নাই তারপর সিনেমা প্রতি ২০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। তবে সে সকল সিনেমায় তিনি প্রযোজক ছিলেন। ঢাকার মধ্যে তার দুইটি সিনেমা হল রয়েছে যেখান থেকে প্রায় প্রতিবছর ২০ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন।

ডিপজল কত টাকার মালিক

পেশাঅভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ
লেখক,এবং ব্যবসায়ী
মোট সম্পত্তির পরিমাণ২ মিলিয়ন ডলার বা
২০ কোটি টাকা
বাৎসরিক আয় 
৬০ লক্ষ+

বয়স 
৬৪ বছর

জন্মস্থান 
মিরপুর, ঢাকা
জন্ম:(১৫ জুন, ১৯৫৮)

উপসংহার

বর্তমানে তার বেশ জনপ্রিয়তা রয়েছে তবে অনেকদিন ধরেই তিনি সিনেমা থেকে দূরে সরে এসেছেন। কিন্তু তিনি অনেককেই সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। ডিপজল অনেক স্পষ্টভাষার মানুষ তিনি সোজাসুজি কথা বলতে পছন্দ করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিপজল কত টাকার মালিক, সিনেমা, ডায়লগ, রাজকীয় বাড়ি এবং গাড়ি সম্পর্কে। এবং বর্তমানে তিনি কি করেন এবং তার সম্পদের পরিমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *