henna designs

প্রতিটি মানুষ আনন্দ উৎসবের দিনে নিজেকে সাজাতে পছন্দ করে। সাজের মধ্যে অন্যতম বলা যায় মেহেদি দিয়ে নিজেকে রাঙানোকে। বিশেষ করে মেয়েরা মেহেদি দিয়ে সাজতে পছন্দ করে। মুসলমানদের জন্য বছরে দুটি উৎসব হয়। একটি হল ঈদুল ফিতর এবং অপরটি হল ঈদুল আযহা। এছাড়াও বিয়ের অনুষ্ঠান ,বসন্ত বরণ, হলুদের অনুষ্ঠান এবং কি মেহেদী অনুষ্ঠান নামেও একটি অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানগুলোতে মেয়েরা মেহেদি দিয়ে নিজেকে রাঙিয়ে তুলে।

এখন রমজান মাস। মুসলমানদের জন্য সামনে রয়েছে ঈদুল ফিতর যা উৎসবের দিন মুসলমানদের। এই আনন্দের দিনে সবাই নিজেকে রাঙাতে মেহেদী ব্যবহার করবে। অনেকে অনেকভাবে গুগলে সার্চ করবে । যেমন:

মেহেদি ডিজাইন ছবি

মেহেদি দিয়ে সাজাটা সবারই পছন্দ হলেও কেউ কেউ মেহেদি ডিজাইন করতে পারে না। আমরা তাদের জন্য সিম্পল ডিজাইনের কিছু মেহেদি রাঙানো হাত এবং পায়ের পিক আপনাদের মাঝে শেয়ার করব। এবং গর্জিয়াস ডিজাইনের মেহেদি রাঙানো হাতের ,পায়ের পিক শেয়ার করব।

১। সিম্পল মেহেদি ডিজাইন

অনেকের অনেক ধরনের ডিজাইন পছন্দ। কেউ কেউ আবার সিম্পল ডিজাইনের মেহেদি ডিজাইন পছন্দ করে থাকে। এই পোস্টে আপনাদের জন্য সিম্পল ডিজাইনের কিছু মেহেদি পিক শেয়ার করা হলো।

beautiful henna design
arabic henna design

২। ঈদের মেহেদি ডিজাইন ২০২৩

এই ঈদে আপনাদের জন্য নতুন ডিজাইনের মেহেদী পিকচার নিয়ে আসলাম। আশা করছি খুব সহজে আপনারা আমাদের পোস্টে ২০২৩ সালে ঈদের নতুন ডিজাইনের মেহেদী পেয়ে যাবেন।

mehndi design
stylish henna design

৩। ব্রাইডাল মেহেদি ডিজাইন

অনেকে আছে যারা ব্রাইডাল মেহেদি ডিজাইন পছন্দ করে থাকেন। নানাভাবে গুগলে সার্চ করে থাকেন ।হয়তো সহজে পেয়ে যান ,না হয়তো পান না। তাই আপনাদের সুবিধার জন্য ব্রাইডাল মেহেদি ডিজাইন নিয়ে পিক নিচে শেয়ার করা হলো। অবশ্যই আপনারা সহজে হাতে এবং পায়ে মেহেদি ডিজাইন করতে পারবেন।

৪। গর্জিয়াস মেহেদি ডিজাইন ২০২৩

ঈদের এই আনন্দের দিনে  নিজেকে সবাই রাঙাতে চায়। তাই আপনাদের সুবিধার্থে আমরা কিছু গর্জিয়াস ডিজাইন ২০২৩ এর বিয়ের মেহেদি ডিজাইন এর কিছু পিক শেয়ার করলাম।

new henna design
henna designs

৫। লাভ মেহেদি ডিজাইন

অনেকে আছে যারা সিম্পল ডিজাইন এর মধ্যে লাভ একে মেহেদী দিয়ে থাকেন। লাভ আর্ট করে তার মধ্যে অনেকে নামের অক্ষর দিয়ে থাকে। তাই আমরা আপনাদের জন্য সেরকম কিছু মেহেদী ডিজাইনের পিক শেয়ার করলাম যাতে আপনারা সহজেই লাভ মেহেদী ডিজাইন আঁকতে পারেন।

লাভ দিয়ে মেহেদি ডিজাইন

৬। প্রজাপতি মেহেদি ডিজাইন 

প্রজাপতি মেহেদি ডিজাইন

৭। লতা পাতা মেহেদি ডিজাইন

লতা পাতা মেহেদি ডিজাইন একদম সিম্পল ডিজাইন। আগে যুগের মেয়েরা বেশিরভাগ লতা পাতা মেহেদি ডিজাইন পছন্দ করত। তাই লতা পাতা ডিজাইনের কিছু মেয়েদের পিকচার ডিজাইন শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে।

৮। হাতের তালু এবং আঙ্গুল মেহেদি ডিজাইন

আগের যুগের মেয়েরা হাতের তালুতে গোল করে মেহেদি দিত। এবং নখে মাথা মেহেদি দিয়ে ভরে রাখত।

৯। ফুল মেহেদি ডিজাইন

ফুল মেহেদি ডিজাইন কে বলা যায় সিম্পল এর মধ্যে গর্জিয়াস ডিজাইন। আমরা প্রায় সকলেই ফুলকে ভালোবাসি। তাই আমরা চাই আনন্দ উৎসবের দিনে মেহেদি দিয়ে আমরা ফুল ডিজাইন করতে।

এক ফুলের মেহেদি ডিজাইন
বিয়ের আলপনা মেহেদি ডিজাইন

১০। পায়ের মেহেদি ডিজাইন:

হাতের পাশাপাশি অনেকেই পায়ে মেহেদি দিতে পছন্দ করে। পায়ের সহজ সহজ কিছু মেহেদি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। যাতে আপনারা সহজে পায়ে সুন্দর সুন্দর ডিজাইনের মেহেদী দিতে পারেন।

১১। ক্যাপিটাল লেটার আর্ট মেহেদি ডিজাইন:

অনেকে মেহেদি ডিজাইন হিসেবে পছন্দ করেন ক্যাপিটাল লেটার আর্ট করা। নিজের নামের প্রথম ক্যাপিটাল লেটার বা প্রিয় মানুষের নামের প্রথম ক্যাপিটাল ডিজাইন  করে মেহেদি দিতে মানুষ পছন্দ করে। তাই  সেই সব মানুষের জন্য যেন সহজ হয় তাই পিক শেয়ার করলাম।

১২। আলপনা মেহেদি ডিজাইন 

আলপনা মেহেদি ডিজাইন

মেহেদী ব্যবহারের নিয়ম 

অনেকেই বুঝতে পারেন না মেহেদি হাতে দিয়ে কতক্ষণ রাখলে সুন্দর কালার হবে: 

প্রতিটি মেহেদির মধ্যে লিখা থাকে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন সুন্দর রং হবে। পাঁচ মিনিট রাখলে  রং হয় কিন্তু সুন্দর রং পাওয়ার জন্য অবশ্যই ৫ মিনিট থেকে ৩৫ মিনিট রেখে  শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন সুন্দর কালার হবে। সুন্দর কালারের জন্য আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারেন সেটি হলো মেহেদী বাছাই।

কোন মেহেদী টা ভালো হবে?

বাজারে আপনারা অনেক ধরনের মেহেদী পাবেন। মমতাজ মেহেদী ,রাঙাপুরি মেহেদী, স্মার্ট মেহেদী এবং কাবেরী মেহেদী সহ আরো অনেক ধরনের মেহেদী বাজারে পাওয়া যায়। তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন কাবেরী মেহেদী, মমতাজ মেহেদী। কাবেরী মেহেদীটা সবচেয়ে ভালো হয়। মেহেদী দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন মেহেদী টা দিতে আরাম পাওয়া যায়। তাই আমরা কোন টাইপের মেহেদিটা ব্যবহার করার চেষ্টা করব।

আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। যাদের মেহেদী দেওয়ার পূর্ব কোন অভিজ্ঞতা নেই তারাও আমাদের শেয়ার করা পিক দেখে খুব সুন্দর ভাবে মেহেদী ডিজাইন করতে পারবেন।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *