ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ ও বর্তমান অবস্থা 2025

ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ

আমরা প্রায়ই খবরের কাগজে বা মিডিয়াতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের কথা শুনি। প্রতিনিয়ত গোলাগুলি, বোমা, কান্না আর ধ্বংসের ছবি দেখে আমাদের মনে প্রশ্ন জাগে, কেন এই যুদ্ধ থামছে না? কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ ঠিক কী? কেন ইহুদিদের সাথে ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘ দিন ধরে অশান্তি চলছে?

আজকের এই লেখায় আমরা ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ এবং ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব চলুন জেনে নেই।

ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের ইতিহাস

আমরা অনেকেই জানি ইসরাইল ফিলিস্তিনের মধ্যে সংঘাত বহু বছর ধরে কিন্তু আমরা এদের ইতিহাস সম্পর্কে জানিনা। কেন এই যুদ্ধ এটা জানতে হলে আমাদের ইসরাইল ফিলিস্তিনের ইতিহাস পড়তে হবে। ঐতিহাসিকভাবে যে ভূখণ্ডটি নিয়ে আজ এত বিরোধ সেখানে ফিলিস্তিনি আরবরা বহু প্রজন্ম ধরে বসবাস করে আসছিল। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিরাও এই ভূমিকে তাদের পবিত্র স্থান বা ভূমি বলে বিশ্বাস করত। এইজন্য এখন পর্যন্ত তাদের মধ্যে এত বিরোধ।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ইহুদি নেতারা ইসরাইল রাষ্ট্র ঘোষণা করে। কিন্তু আরব দেশগুলো তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। আরব দেশগুলো এটি মেনে নিতে পারেনি এরপর থেকেই শুরু হয় তাদের মধ্যে মূল সংঘাত। এই ঘটনাই আরব ইসরায়েল দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়ায়।

ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের মূল কারণগুলো কী কী?

ফিলিস্তিন ও ইসরাইল সংঘাতের পেছনে একটি নয় বরং অনেকগুলো কারণ জড়িয়ে আছে। চলুন প্রধান কারণগুলো জেনে নেই।

ভূমির মালিকানা নিয়ে বিরোধ

ফিলিস্তিন ও ইসরাইল সংঘাতের সবচেয়ে বড় কারণ হলো জমি। ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় পক্ষই এই ভূমিকে নিজেদের ভূমি বলে দাবি করে। ফিলিস্তিনিরা চায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু ইসরাইল পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করে এবং নিরাপত্তার কারণে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি মেনে নিতে চায় না। এজন্য তারা দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন করে আসতেছে।

জেরুজালেম শহরের দখল

জেরুজালেম শহরটি মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র। উভয় পক্ষই এই শহরের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ চায়। বর্তমানে ইহুদীরা এ শহরটাকে তাদের নিজেদের আয়ত্তে রেখেছে।

অবৈধ বসতি স্থাপন

ইসরাইল পশ্চিম তীর (West Bank)-এ নিজেদের নাগরিকদের জন্য অবৈধ বসতি স্থাপন করে চলেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অবৈধ হলেও ইসরাইল তা মানতে নারাজ। ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত এলাকায় এই বসতি স্থাপন তাদের মনে ক্ষোভের জন্ম দেয় এবং শান্তি আলোচনার পথে বড় বাধা সৃষ্টি করে।

সাম্প্রতিক সংঘাত: হামাস কেন ইসরায়েল আক্রমণ করল?

অনেকেই জানতে চান, হামাস কেন ইসরায়েল আক্রমণ করল? হামাস হলো ফিলিস্তিনের একটি সশস্ত্র সংগঠন। তাদের মতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের দীর্ঘদিনের নিপীড়ন, গাজার ওপর অবরোধ এবং আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের অভিযানের জবাব হিসেবে তারা এই আক্রমণ চালিয়েছে।

ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থা (২০২৫)

বর্তমানে গাজাসহ ফিলিস্তিনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। চলমান যুদ্ধে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসার অভাবে সেখানে একটি মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও স্থায়ী কোনো সমাধান এখনও আসেনি। তারা প্রতিনিয়ত বোমা হামলা করতেছে। ফিলিস্তিনের বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যায়, সংঘাত থামার কোনো লক্ষণ নেই এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। অনেকেই আশঙ্কা করছেন ভবিষ্যতে কোনো যুদ্ধবিরতি হলেও তা হয়তো দীর্ঘস্থায়ী হবে না।

ইসরাইলের কাছে ফিলিস্তিন কি চায়?

খুব সহজভাবে বললে ফিলিস্তিনিদের মূল দাবি হলো:
১. ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র।
২. পূর্ব জেরুজালেমকে তাদের রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি।
৩. ইসরাইলি বসতি নির্মাণ বন্ধ করা।
৪. শরণার্থীতে পরিণত হওয়া ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার দেওয়া।

ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ প্রশ্ন (FAQ)

ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ কবে শুরু হয়?

মূল সংঘাতের শুরু ১৯৪৮ সালের ১৫ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে। তবে এর প্রেক্ষাপট আরও পুরোনো।

ইসরায়েল ও গাজা যুদ্ধের মূল কারণ কি?

ইসরায়েল ও গাজা যুদ্ধের মূল কারণ হলো ভূমি দখল, জেরুজালেমের নিয়ন্ত্রণ, ইসরাইলি বসতি স্থাপন এবং Hamas কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিধন। বর্তমানে তারা মুসলমান নিধন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে।

হামাস কেন ইসরায়েল আক্রমণ করল?

হামাসের মতে গাজার ওপর অবরোধ, আল-আকসা মসজিদে অত্যাচার এবং ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের জবাব হিসেবে তারা আক্রমণ করেছে।

ইসরাইল কেন গাজায় হামলা করেছে?

ইসরাইলের ভাষ্যমতে তারা হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে পুরোপুরি নির্মূল করতে এবং হামাসের হাতে বন্দি নাগরিকদের উদ্ধার করতে এই সামরিক অভিযান চালাচ্ছে।

ইসরাইলের কাছে ফিলিস্তিন কি চায়?

ফিলিস্তিনিদের দাবি একটি স্বাধীন রাষ্ট্র, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

কোন কোন দেশ ইসরাইল বিরোধী?

ইরান, ইয়েমেন, লেবাননসহ অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ঐতিহাসিকভাবে ইসরাইলের তীব্র বিরোধী। এছাড়াও, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।

শেষ কথা

আশা করি, এই আলোচনার মাধ্যমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ এবং এর পেছনের জটিল বিষয়গুলো বুঝতে পেরেছেন। একদিন এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে এবং দুই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তবে সারা বিশ্বের শান্তিকামী মানুষের একটাই প্রার্থনা এই রক্তক্ষয় বন্ধ হোক, শান্তি ফিরে আসুক।

আমরা বাংলাদেশ থেকে হয়তো তাদের জন্য দোয়া করতে পারি হে আল্লাহ আপনি ফিলিস্তিনি ভাইদের ইহুদিদের হাত থেকে রক্ষা করেন।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *