ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত কক্সবাজার – ভ্রমণ গাইড

পাটুয়ারটেক সমুদ্র সৈকত

পাটুয়ারটেক সমুদ্র সৈকতটি কক্সবাজার থেকে টেকনাফ এর দিকে মাত্র ২৭ কিলোমিটার  দূরে অবস্থিত একটি নির্জন সি বীচ। ভ্রমন বিলাসীরা যদি সিন্ধ সতেজ নির্মল সাগরে বাতাস অনুভব করতে চায় তাহলে অবশ্যই যেতে হবে পাটুয়ারটেক সি বীচে। কক্সবাজারের অন্য সমুদ্র সৈকত থেকে পাটুয়ারটেক সমুদ্র সৈকতটি ভ্রমন পিপাসুদের কাছে একটু আলাদা মনে হবে। 

এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কাউকে ভ্রমন করার জন্য কাছে টানবে। পাটুয়ারটেক যাত্রাপথে ভ্রমন বিলাসীরা দেখতে পাবে পূর্বপাশের টারশিয়ারী যুগের পাহাড় এর উপর গাছ,লতাপাতা যেন পাহাড় গুলোর কুলে শুয়ে রয়েছে। আর পশ্চিম দিকে দেখতে পাবে সুনীল সাগরের বিশাল জল রাশি। পাহাড় ও সুনীল সমুদ্রের এই অপরুপ দৃশ্য সত্যি খুবই মনোরম যা যে কোন পর্যটন প্রেমিকে পাটুয়ারটেক সমুদ্র সৈকতে ঘরতে আসতে আকৃষ্ট করবে। 

পাটুয়ারটেক সমুদ্র সৈকতটি আরেটি সু্ন্দর বৈশিষ্ট্য হলো এখানে ভ্রমন বিলাসীরা দেখতে পাবে টেকনাফ ও সেন্টমার্টিন এর মত বিশাল প্রবাল পাথরের স্তুপ। তাছাড়া পাটুয়ারটেক সমুদ্র সৈকত প্রায় সব সময় শান্ত থাকে। তাই যারা উত্তাল সাগরে নামতে ভয় পায় তারা ইচ্ছে করলে পাটুয়ারটেক সৈকতে নামতে পারেন। তাছাড়া কক্সবাজারের অন্য সি বীচ গুলোর মত এখানে কুলাহল একেবারে নাই বললেই চলে। খুব অল্প সংখ্যক ভ্রমন পিপাসুই এই নির্জন সৈকতে ঘুরতে আসে। পাটুয়ারটেক সমুদ্র সৈকতটি ঘুরে বেড়ানোর জন্য আর্দশ্য সময় হলো খুব সকাল বা পড়ন্ত বিকেল। তাছাড়া ভর দুপুরে এখানে প্রচন্ড সূর্যের তাপ পরে যা পর্যটকদের জন্য এখানে অবস্থান করা খুব কষ্টের কাজ। কারন কক্সবাজারের অন্য সমুদ্র সৈকতের মত এটি এখনো গুছিয়ে উঠতে পারেনি। আশেপাশে পহাড়ের পাদ দেশে কিছু ছোট ছোট দোকান ছাড় এখানে খুব বেশি ভালো মানের কিছু নাই।

কিভাবে যাবেন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

কক্সবাজার থেকে পাটুয়ারটেক যাওয়ার জন্য আপনি পাবেন বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা। যেমন চান্দের গাড়ি, ছোট ছোট পিপ,বাস, মাহেন্দ্র, সিএজি,তাছাড়া অটোরিকশা। এই যানবাহন গুলো পর্যটকরা ইচ্ছা করলে ভাড়া করে রির্জাভ নিতে পারেন। তাছাড়া ভাড়া দিয়ে পাটুয়ারটেক যেতে পারেন। ভাড়া এক যানবাহন থেকে অন্য যানবাহনে একেক রকম। আপনারা যদি পাটুয়ারটেক সমুদ্র সৈকতে ঘুরতে যান তাহলে ভাড়ার বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়াই ভালো। তাছাড়া এখানে জন প্রতি ভাড়া সাধারনত ৭০ থেকে ৮০ টাকা মাত্র তারপরও কথা বলে নেওয়া ভালো।

কোথায় থাকবেন এবং খাবেন

পাটুুয়ারটেক সমুদ্র সৈকতটির আশেপাশে থাকা খাওয়ার কোন ভালো ব্যবস্থা নেই। পর্যটকরা এখানে আসলে অবশ্যই দিন এসে দিনে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে কোন ভ্রমন পিপাসু লোক যদি এখানে থাকতেই চায় তাহলে তাকে ইনানী সি বিচে থাকতে হবে। কারন ইনানী সি বিচ পাটুয়ারটে সমুদ্র সৈকত থেকে খুব বেশি দুরে নয়, ইনানী সি বিচের আশেপাশে কিছু ভালো মানের হোটেল,রিসোর্ট,কটেজ, খাবারের দোকান রয়েছে। আর ইনানী থেকে পাটুয়ারটেক সী বিচের দুরত্ব মাত্র ৩-৪ কিলোমিটার। তাই খুব সহজেই পর্যটকরা ইনানৗ থেকে পাটুয়ারটেক যেথে পারবে খুব অল্প সময়ে।

কক্সবাজার ভ্রমণ নিয়ে আরও পড়ুন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *