ক্যাবল কত প্রকার

সাধারণত ডাটা ট্রান্সমিশনের মিডিয়া হিসেবে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়

কোএক্সিয়াল ক্যাবল কি? 

Coaxial cable হচ্ছে এমন এক প্রকার ক্যাবল যাতে গোলাকার আকৃতির দুটি কন্ডাক্টর, একটি ইনসুলেটর, এবং একটি জ্যাকেট থাকে নিচে কোএক্সিয়াল ক্যাবলের গঠন: 

কোএক্সিয়াল ক্যাবল দুই ধরনের হয়ে থাকে যথা:

  • Thinnet Coaxial cable: এই ক্যাবলটি হালকা এবং নমনীয় হয়ে থাকে এর ইনস্টলেশন প্রসেস সহজ কিন্তু এই ক্যাবলটি ব্যয়বহুল।
  • Thicknet Coaxial cable: এই ক্যাবলটি thinnet এর চেয়ে একটু মোটা এর ব্যাস প্রায় 0.5 inch (13mm)। এটি শক্ত এবং thinnet এর চেয়ে একটু বেশি মোটা কিন্তু thinnet এর চেয়ে বেশি দূরত্বে প্রায় 500 মিটার দূরত্বে ডাটা ট্রান্সমিট করতে পারে। এর দাম thinnet চেয়ে বেশি দুই বা ততোধিক thennet lan কে সংযুক্ত করার জন্যও একে ব্যবহার করা হয়ে থাকে।  

কো-এক্সিয়াল ক্যাবল এর সুবিধা সমূহ 

  • প্যারালাল wire তুলনায় এর ডাটা স্থানান্তরের ক্ষমতা বেশি।
  • ডাটা ট্রান্সমিশন লস কম। 
  • 1 কিলোমিটার দূরত্বে ডিজিটাল ডাটা ট্রান্সমিট করা যায়। 

কো-এক্সিয়াল ক্যাবল এর বৈশিষ্ট্য 

  • এর খরচ প্যারালাল wire চেয়ে বেশি আবার thinnet এর দাম thicknet এর চেয়ে বেশি। 
  • ইনস্টলেশন করা অপেক্ষাকৃত সহজ কারণ ক্যাবলটি বলবান আকৃতির এবং এটি সহজে নষ্ট হয় না। 
  • ডাটা ট্রান্সমিশন স্পীড প্রায় 20 Mbps।
  • এই ক্যাবলটির ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেস নেই বললেই চলে। 
  • 1 কিলোমিটার দূরত্বে ডাটা ট্রান্সমিট করা যায়।
  • ট্রান্সমিশন লস প্যারালাল wire এর তুলনায় কম। 

টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted Pair Cable)

টুইস্টেড পেয়ার ক্যাবল এর খরচ কম হওয়াতে আজকাল এই ক্যাবলটির ব্যবহার বেড়েই চলেছে।  টেলিফোনে ব্যবহূত Cable হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল এর একটি উদাহরণ। এই ক্যাবলটি পেঁচানো কপার ক্যাবল দিয়ে তৈরি এবং প্রতিটি কেবল এই ইনসুলেটর ও কন্ডাক্টর আছে।

টুইস্টেড পেয়ার ক্যাবল দুই ধরনের 

  • Shielded twisted pair cable
  • Unshielded twisted pair cable

Shielded Twisted Pair Cable 

একাধিক টুইস্টেড পেয়ার Foil warp অথবা woven কপার দ্বারা Shielded থাকে। এবং twisted-pair এ কপার ব্যবহার কারণ হলো Cable থেকে যেন ডাটা ভিতরে বা বাহিরে যেতে না পারে। যার ফলে এটি EMI থেকে মুক্ত থাকবে। এ ধরনের ক্যাবল মূলত IBM TOKEN RING SYSTEM ব্যবহৃত হয়। 

Shielded Twisted Pair Cable এর বৈশিষ্ট্য

  • কো-এক্সিয়াল বা Unshielded টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে দাম বেশি।
  • ইনস্টলেশন প্রসেস অপেক্ষাকৃত জটিল।
  • ডাটা ট্রান্সমিশন স্পীড 500 Mbps।
  • 100 মিটার দূরত্বে ডাটা ট্রান্সমিট করা যায়। 
  • Data Transmission লস নেই বললেই চলে ।

Unshielded Twisted Pair Cable: 

UTP বা Unshielded Twisted Pair Cable অনেক ক্ষেত্রে STP এর মতো হলেও কোন Shield নেই। এ পদ্ধতিতে একটি সিঙ্গেল ক্যাবলের কতকগুলো টুইস্টেড পেয়ার Bundled করা থাকে। এদের পৃথক করার জন্য Colour Codingব্যবহার করা হয়।

Unshielded twisted pair cable এর বৈশিষ্ট্য 

  • খরচ সবচেয়ে কম। 
  • ইনস্টলেশন প্রসেস সহজ এবং ইন্সটলেশন রিকোয়ারমেন্ট এর দামও কম। 
  • Data Transmission Speed 100 Mbps।
  • কয়েকশো মিটার দূরত্বে ডাটা ট্রান্সমিট করা যেতে পারে। 

অপটিক্যাল ফাইবার ক্যাবল (Optical Fiber Cable)

এ ক্যাবলে খুব সরু হাজার হাজার কাচের তৈরি তন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই তন্তু দিয়ে আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে উপাত্ত স্থানান্তর করা হয়। এর শুরুতে একটি Electrical  to light Energy Converter এবং শেষ প্রান্তে একটি Light to Electrical Energy Converter ব্যবহৃত হয়। 

অপটিক্যাল ফাইবার Electrical signal  ট্রান্সমিট করতে পারেনা Electrical signal কে তাই Light Signal এ কনভার্ট করতে হয়।

 অপটিক্যাল ফাইবার ক্যাবল এর বৈশিষ্ট্য

  • এ ধরনের ক্যাবলের খরচ খুব বেশি তবে বর্তমানে এর দাম কমে এসেছে। 
  • ইনস্টলেশন খরচ পাশাপাশি রিকোয়ারমেন্ট খরচ বেশি।
  • ইনস্টলেশন প্রসেস ও জটিল প্রকৃতির। 
  • এর Data Transmission স্পীড হাই প্রায় 1,86.000 mile/sec এবং 1 giga bps ডাটা একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়।
  • এই কেবল ট্রান্সমিশন লস নেই বললেই চলে। 
  • এ পদ্ধতিতে প্রায় 10 কিলোমিটার দূরত্বে ডাটা পাঠানো যেতে পারে।

অপটিক্যাল ফাইবার এর সুবিধা

  • এর মাধ্যমে এনালগ ও ডিজিটাল উভয় ধরনের ডাটাই স্থানান্তর করা যায়। 
  • ভুল (error) কম হয়।
  • দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করা যায়।
  • ক্ষুদ্র ডাটার ক্ষেত্রে একটি অত্যন্ত ফলপ্রসূ।

অপটিক্যাল ফাইবার এর অসুবিধা 

  • অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। 
  • একাধিক ডাটা পাঠানোর ক্ষেত্রে সুবিধাজনক নয়। 
  • দুইটি কনভার্টার ব্যবহারের প্রয়োজন পারে। 

গ্রাহকদের কিছু প্রশ্ন 

কোন ক্যাবলের খরচ কম?

উত্তরঃ Twisted pair cable

ফাইবার অপটিক্যাল ক্যাবল এ কি ব্যবহার করা হয়?

উত্তরঃ এতে শুরু হাজার হাজার কাচের তন্তুর ব্যবহার করা হয়

টিভি ক্যাবল এ ব্যবহৃত ব্যান্ডউইথ কত?

উত্তরঃ টিভি ক্যাবল এ ব্যবহৃত ব্যান্ডউইথ 5 থেকে 750

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *