বর্তমান সময়ের সবচেয়ে সহজ যানবাহন মোটরসাইকেল। প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বেড়েছে মোটরসাইকেলের চাহিদা। গ্রাহকের সীমাহীন চাহিদার কারণে বিভিন্ন কোম্পানি পাল্লা দিয়ে হুমড়ি খেয়ে পড়ছে উন্নত মানের মোটরসাইকেল উৎপাদনে। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বাইক পাওয়া যায়। তার মধ্যে কিছু ভালো কিছু মিডিয়াম আবার কিছু কিছু বাইক আছে যেগুলোর গুণগত মান একদম বাজে। তো অনেকেই কৌতুহলের বসে আবার অনেকেই বাইক কেনার উদ্দেশ্যে  জানতে চান বাংলাদেশের সেরা বাইকগুলো সম্পর্কে। 

তাই আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সেরা 10 টি বাইক, বাংলাদেশের সেরা মোটরসাইকেল, বাংলাদেশের সব থেকে দামি মোটরসাইকেল। আজকে আমরা এসব বিষয়ে আলোচনা করব। আমাদের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন এবং বিস্তারিত জেনে নিন। 

বাংলাদেশের সবচেয়ে ভালো বাইক

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যায়। মোটরসাইকেল কেনার সময় আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। কোন মোটরসাইকেল চয়েস করব, কোন মোটরসাইকেল বাজেটের মধ্যে ভালো হবে, এসব বিষয় ঠিক করতে পারি না। এর ফলে বাজেট বেশি থাকা সত্ত্বেও ভালো মানের ও ভালো স্পেসিফিকেশন বিশিষ্ট বাইক চয়েস করতে পারি না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানতে চান বাংলাদেশের সেরা মোটরসাইকেল কোনগুলো। যদি বাংলাদেশের সেরা 10 টি বাইক সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন। 

বাংলাদেশের সেরা 10 টি বাইক 

চলুন তাহলে জেনে নেই বাংলাদেশের সেরা 10 টি বাইক কোনগুলো –

1.Yamaha R15M (Dual channel ABS Edition) Price: 6,05,000 Taka

specification–

  • Engine type: liquid cooled, 4stroke, SOHC,4-valve
  • Displacement: 155 cc
  • Maximum power: 13.5kw(18.4ps), 10000 rpm
  • Maximum torque: 14.2nm(1.4kgfm), 7500 rpm
  • Mileage : 36 km/L
  • Top Speed : 148 km/h
  • Font break : Disc brake ( 282mm)
  • Rare break : Disc brake (220mm)
  • ABS: Dual channel
  • Height: 1135 mm
  • Weight : 142 kg
  • Fuel capacity : 11 

এছাড়া বাইকটিতে আরো যুক্ত আছে  বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি। 

Yamaha R15m বাইকটি অত্যন্ত শক্তিশালী এবং সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বাইক। বর্তমানে বাংলাদেশে বাইকটি এভেইলেবল। বাইকটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ইঞ্জিন। বাইকটির ডিসপ্লেসমেন্ট 155cc। এছাড়া বাইকের দশ হাজার আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে। বাইকটির সর্বোচ্চ টর্ক ১৪.২ এনএম এ ৭৫০০ আরপিএম। Yamaha R15 বাইকটি সর্বোচ্চ স্পিডের বাইক। Yamaha R15 এক ঘন্টায় ১৪৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এই ১৪৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তেল খরচ হয় প্রায় ৪ লিটার। অর্থাৎ বাইকটি এক লিটার তেলে ৩৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এছাড়া বাইকটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী এবিএস ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে বাংলাদেশের সেরা বাইক এটি

2. New Honda CBR 150R(ABS) Price: 5,65,000 Taka

specification 

  • Engine type: liquid cooled, 4stroke, SOHC,4-valve,SI engine. 
  • Displacement: 150 cc
  • Maximum power: 17.1ps, 9000 rpm
  • Maximum torque: 14.4 nm, 7000 rpm
  • Mileage : 38 km/L
  • Top Speed : 145 km/h
  • Font break : Disc brake 
  • Rare break : Disc brake 
  • ABS: Dual channel
  • Height: 1077 mm
  • Weight : 139kg
  • Fuel capacity : 12 L
  • Gear : 6

New Honda CBR 150 R বাইকটির ডায়মন্ড ফ্রেমের চেচিস দিয়ে তৈরি অত্যন্ত শক্তিশালী একটি বাইক। ১৫০ সিসির এই বাইকের মাইলেজ ৩৮ কিলোমিটার পার লিটারে। বাইকটিতে যুক্ত আছে  আকর্ষণীয় ডিজাইন ও কালারিং। হোন্ডা ব্র্যান্ডের অসাধারণ পারফরম্যান্সের কারণে বাজারে হোন্ডার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। New Honda CBR 150 R বাইকটি এক ঘন্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার রান করতে পারে। নিউ হোন্ডা সিবিআর ১৫০ আর বাইকটি ১৭.৭ পিএস সর্বোচ্চ ৯০০০ আরপিএম পাওয়ার উৎপন্ন করতে পারে। এছাড়া বাইকটির সর্বোচ্চ টর্ক  ১৪.৪ এনএম এ ৭০০০ আরপিএম। বাইকটিতে ব্যবহৃত হয়েছে অসাধারণ ব্রেকিং সিস্টেম। বাইকের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়েছে। বাইকটির হাইট কম হওয়ায় ড্রাইভিং করতে অসুবিধা হয় না।বাইকটির ফুয়েল ক্যাপাসিটি  ১২ লিটার। 

3. Honda CB 150R Ex motion (ABS) Price: 5,50,000Taka

specification 

  • Engine type: liquid cooled, 4stroke, DOHC,4-valve,single cylinder 
  • Displacement: 149 cc
  • Maximum power: 20 hp 
  • Maximum torque: 14.50 nm
  • Mileage : 35 km/L
  • Top Speed : 150 km/h
  • Font break : Disc brake (abs)
  • Rare break : Disc brake 
  • Height: 1053 mm
  • Weight : 123 kg
  • Fuel capacity : 8.5 L
  • Gear : 6

Honda CB 150 R Ex motion বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৫৯ সিসি। বাইকটির সর্বোচ্চ পাওয়ার ২০ হর্স পাওয়ার। সর্বোচ্চ টর্ক ১৪.৫০ এনএম। হোন্ডার এই বাইকটিতে ব্যবহৃত হয়েছে এবিএস বেকিং সিস্টেম। সামনের ব্রেক এবিএস ডিস্ক এবং পিছনে ব্রেক শুধু ডিস্ক। বাইকটির সর্বোচ্চ স্পিড অনেক বেশি। এক ঘন্টা 150 কিলোমিটার অতিক্রম করার ক্ষমতা আছে এবং ১ লিটার তেল দিয়ে বাইকটি 35 কিলোমিটার চলে। বর্তমানে হোন্ডার আধিপত্য  সারা পৃথিবী জুড়ে। হোন্ডার অসাধারণ পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনের কারণে সবার পছন্দের তালিকায় হোন্ডা এগিয়ে। 

4. Yamaha R15 V3 Monster Price :4,70,000 Taka

specification

  • Engine type: liquid cooled, 4stroke, DOHC,4-valve, 
  • Displacement: 155 cc
  • Maximum power: 18.6 ps, 10000 rpm 
  • Maximum torque: 14.1 nm, 8500 rpm
  • Mileage : 35 km/L
  • Top Speed : 136 km/h
  • Font break : Disc brake (abs)
  • Rare break : Disc brake (abs)
  • Height: 1135 mm
  • Weight : 142 kg
  • Fuel capacity : 11 L
  • Gear : 6

Yamaha R15 V3 Monster  বাইকটির মূলত স্পোর্টস টাইপের বাইক। বাইকটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ডুয়াল চ্যানেল এবিএস বেকিং সিস্টেম। yamaha r15 মন্সটার অসাধারণ ডিজাইন, কালারিং, লং লাস্টিং ক্যাপাসিটির জন্য বিখ্যাত। ইয়ামাহা ব্র্যান্ডের সবচেয়ে সুন্দর বাইকের সিরিজ হচ্ছে R15. v3 যখন বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়, তখন দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে ইয়ামাহা ব্রান্ড বাজারে নিয়ে আসে ভি ফোর সিরিজ। তবে বর্তমানে ভি থ্রি বাইকের চাহিদার  কমতি নেই। অসাধারণ ডিজাইনের কারণে ইয়ং জেনারেশনের পছন্দের মধ্যমণি yamaha r15 v3 monster। এছাড়া বাইকটির স্পেসিফিকেশন গুলো অত্যন্ত হাই লেভেলে। 

5. Suzuki gixxer R150 ABS Price: 4,29,950 Taka

specification

  • Engine type: liquid cooled, 4stroke ,single cylinder 
  • Displacement: 147.3 cc
  • Maximum power: 19.2ps, 15000 rpm 
  • Maximum torque: 14.0 nm, 9000 rpm
  • Mileage : 40 km/L
  • Top Speed : 158 km/h
  • Font break : Disc brake (abs)
  • Rare break : Disc brake (abs)
  • Height: 1075 mm
  • Weight : 127 kg
  • Fuel capacity : 11 L
  • Gear : 6

suzuki ব্র্যান্ডের বাইক গুলো সার্ভিস যেমন ভালো দেয় তেমনি এদের ডিজাইন অসাধারণ।সুজুকি ব্যান্ডের সুনাম শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই সুনাম। এই বাইকের গতি অত্যন্ত বেশি। এছাড়া বাইকটাতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী এবিএস সিস্টেম। 

6. Bajaj Avenger Street 160 Price: 2,74,000 Taka

specification 

  • Engine type: 4stroke ,single cylinder, twin spark DTS-i
  • Displacement: 160 cc
  • Maximum power: 15 ps, 8500 rpm 
  • Maximum torque: 13.7 nm, 7000 rpm
  • Mileage : 38 km/L
  • Top Speed : 100km/h
  • Font break : Disc brake
  • Rare break : Drum brake
  • Height: 1070 mm
  • Weight : 156 kg
  • Fuel capacity : 13 L

বাজাজ ব্যান্ডের জনপ্রিয়তা সেই অনেক আগে থেকেই। বর্তমানে বাজাজ ব্র্যান্ডের যে নতুন ভার্সনগুলো বাজারে আছে তার সবগুলোই গ্রাহক জনপ্রিয়তার শীর্ষ। বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৬০ বাইকটি দেখতে অনেকটা ইন্ডিয়ান রয়েল এনফিল্ড বাইকের মত। আকর্ষণীয় ডিজাইন গ্রাহকদের মনমুগ্ধকর  করে। ১৬০ সিসির এই বাইকটির ফিচার গুলো অসাধারণ। 

7. Hero thriller 160R ABS Price: 2,07,000 Taka

specification 

  • Engine type: liquid cooled, 4stroke ,single cylinder 
  • Displacement: 163cc
  • Maximum power: 15.3ps, 8500 rpm 
  • Maximum torque: 14.0 nm, 6500 rpm
  • Mileage : 40 km/L
  • Top Speed : N/A
  • Font break : Disc brake 
  • Rare break : Disc brake 
  • Height: 1052 mm
  • Weight : 139.5 kg
  • Fuel capacity : 12 L
  • Gear : 5

জনপ্রিয় ব্র্যান্ড হিরোর দুর্দান্ত ভার্শন হিরো থ্রিলার 160r। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৬৩ সিসি বিশিষ্ট বাইকটির সর্বোচ্চ পাওয়ার ৮৫০০ আরপিএম। এছাড়া বাইকটি এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। বাইকটির ফিচার অনেক উন্নত মানের। 

8. TVS Apache RTR 160 4v abs Price: 2,39,990 Taka

specification 

  • Engine type: liquid cooled, 4stroke ,single cylinder 
  • Displacement: 159.7 cc
  • Maximum power: 16.5 ps, 8000 rpm 
  • Maximum torque: 14.8 nm, 6500 rpm
  • Mileage : 45 km/L
  • Top Speed : 113 km/h
  • Font break : Disc brake (abs)
  • Rare break : Disc brake (abs)
  • Height: 1050 mm
  • Weight : 149 kg
  • Fuel capacity : 12 L
  • Gear : 5

দুর্দান্ত এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৫৯.৭ সিসি। বাইকটিএক ঘন্টায় ১১৩ কিলোমিটার যেতে পারে।এছাড়া এক লিটার তেল দিয়ে সর্বোচ্চ ৪৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যায়। বাইকটির আকর্ষণীয় ফিচার, ডিজাইন ও সার্ভিস মান ভালো হওয়ার জন্য বাইকটি প্রচুর জনপ্রিয়। 

9. KTM 125 Duke(European) Price: 4,70,000Taka

specification 

  • Engine type: liquid cooled, 4stroke ,single cylinder 
  • Displacement: 124.7cc
  • Maximum power: 14.5ps, 9250 rpm 
  • Maximum torque: 12 nm, 8000 rpm
  • Mileage : 36 km/L
  • Top Speed : 125 km/h
  • Font break : Disc brake (abs)
  • Rare break : Disc brake (abs)
  • Height: 1083 mm
  • Weight : 159 kg
  • Fuel capacity : 13.5  L
  • Gear : 6

কেটিএম এর এই বাইকটির বডিটাই স্পোর্ট ন্যাকেড টাইপ। বাইকটির দুর্দান্ত ডিজাইন ও আকর্ষণীয় স্পেসিফিকেশনের জন্য দিন দিন মার্কেট চাহিদা বেড়েই যাচ্ছে। 

10. Runner knight Rider 150 v2 Price: 1,59,000 Taka

specification 

  • Engine type:Racing CBF engine with light priston.
  • Displacement: 150cc
  • Maximum power: 11.93 bhp 7500 rpm 
  • Maximum torque: 12.2nm, 5500 rpm
  • Mileage : 45 km/L
  • Top Speed : 115 km/h
  • Font break : single disk
  • Rare break : single disk
  • Height: 1065 mm
  • Fuel capacity : 16.8 L
  • Gear : 5

দেশীয় ব্যান্ড রানারের সবচেয়ে ভালো বাইক রানার নাইট রাইডার ১৫০ ভি২। মিডিয়াম দামের মধ্যে সবচেয়ে ভালো বাইক এটি। ১৫০ সিসির এই বাইক এক ঘন্টায় ১১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া ৪৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এক লিটার তেল লাগে। বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৫০ সিসি। অসাধারণ পারফরমেন্স এ-র কারণে বাইকটি বেশ জনপ্রিয়। 

বাংলাদেশের সব থেকে দামি মোটরসাইকেল 

  1. Yamaha R15M 155cc, price : 6,05,000 Taka
  2. Yamaha R15 V4 155cc, price: 5,95,000taka
  3. Yamaha XSR 155, price: 5,45,000 taka
  4. New Honda CBR 150 R abs, price: 5,65,000 taka
  5. Honda CBR 150 Indonesia, price: 5,50,000taka

কেনাকাটা আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *