সহজে আরবি ভাষা শিক্ষা

ভাষা দুটি অক্ষরের শব্দ হলেও কিন্তু এর বিস্তৃতি ব্যাপক। আদিম কালে যখন ভাষার প্রচলন ছিল না তখন সব কিছুই ছিল কষ্টসাধ্য। কালের বিবর্তনে আস্তে আস্তে শুরু হয় বর্ণ, অক্ষর ও ভাষার প্রচলন। মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা। কেউ সখের বসে, কেউ দাপ্তরিক কাজে,আবার কেউ সিটিজেনশীপের জন্য বিভিন্ন ভাষা শিখে থাকে।

গোটা পৃথিবীতে অনেক ভাষার মধ্যে আরবি ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। প্রায় ২৫ থেকে ৪০ কোটি মানুষের মুখের ভাষা আরব। বর্তমান বিশ্বে ২২টি রাষ্ট্রের মানুষ আরবি ভাষায় কথা বলে। এটা তাদের রাষ্ট্রভাষা। কয়েকটি দেশের নাম যদি বলি যেমন, সৌদি আরব, ফিলিস্তিন, লেবানন, মিশর, চাঁদ, সেনেগাল, ওমান, লিবিয়া,কাতার, সোমালিয়া, মালি, কুয়েত ইত্যাদি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি।

আরবি ভাষা শেখার সহজ কৌশল কি?

প্র্যাকটিস বা অনুশীলন

আরবি ভাষা শেখার সবচেয়ে সহজ উপায় হল বেশি বেশি অনুশীলন বা প্র্যাকটিস করা। মানুষ হলো আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ চাইলে অনেক কিছুই করতে পার। শুধুমাত্র এর জন্য প্রয়োজন অদম্য চেষ্টা। ইংরেজিতে একটা কথা আছে.. Practice makes a man perfect.অর্থাৎ অনুশীলন একজন মানুষকে অথবা আপনাকে দক্ষ হতে সাহায্য করবে বা নিখুঁত হতে সাহায্য করবে।

আরবি ভাষা যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস বা অনুশীলন করেন তাহলে সেটা হবে আপনার কাছে পানির মত সহজ। আপনি যখন প্রতিদিন আরবি শব্দ প্র্যাকটিস করবেন, তখন কিছুদিন পর দেখবেন আপনি অনেক কিছুই শিখে ফেলছেন। মোট কথা হচ্ছে প্রতিদিন আপনাকে অন্তত ১০/১৫ টা আরবি শব্দ মুখস্ত করতে হবে এবং সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তাহলে সহজেই আপনি আরবি ভাষা শিখতে পারবেন।

আরবি ভাষা জানে এমন ব্যক্তির সাথে কথা বলা

যে কোন ভাষা শেখার একটা চমৎকার উপায় হল সেই ভাষাভাষী মানুষের সাথে বেশি বেশি কথা বলা। আপনি আরবি ভাষা জানে এমন মানুষের সাথে যত বেশি কথা বলবেন ততই শিখতে পারবেন। তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে উচ্চারণ করে, এগুলো যখন আপনি দেখবেন তখন আরবি ভাষা শেখাটা আপনার জন্য সহজ হবে। আরবি ভাষার মধ্যে আবার কিছু আঞ্চলিক ভাষা আছে এবং কিছু অফিসিয়াল ভাষা আছে। যখন আপনি আরবি-ভাষীদের সঙ্গে কথা বলবেন তখন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং সহজেই আরবি ভাষা শিখতে পারবেন।

ইন্টারনেটের মাধ্যমে আরবি শেখা

বর্তমান ইন্টারনেটের যুগ। আপনি চাইলে বিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় ইন্টারনেট ব্যবহার করে সহজেই আরবি বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। ইন্টারনেটে বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় যেগুলো ব্যবহার করে আপনি আরবি শিখতে পারবেন। যেমন বিভিন্ন ভাষা শেখার বহুল প্রচলিত একটা সফটওয়্যার হলো ডুওলিংগো(Duolingo)।

আরবি নিউজ দেখা

মোবাইলে বা টেলিভিশনে সব সময় আরবি নিউজ দেখতে হবে। কারণ একটা নিউজ করার সময় বিভিন্ন বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়, আরবি ভাষার বিভিন্ন শব্দ, বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি ও বিভিন্ন বিষয়কে পরিবেশন করা হয়। তাই আরবি নিউজ নিয়মিত দেখার মাধ্যমে আপনি আরবি ভাষায় এক্সপার্ট হতে পারবেন। এছাড়া নিয়মিত আরবি মুভি দেখার মাধ্যমে আরবি ভাষা শেখা যায়। কারণ পড়াশোনার মুখস্ত না হলেও আমরা যখন কোন মুভি দেখি, সেই মুভির কাহিনী কথা অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যায়। তাই আরবি মুভি দেখার মাধ্যমে আপনি সহজেই আরবি ভাষা শিখতে পারবেন আশা করি।

অনলাইন ভাষা শিক্ষা কোর্সে পরীক্ষা দেওয়া

আরবি ভাষা শেখার আরেকটি সহজ পদ্ধতি হলো অনলাইন ভাষা শিক্ষা কোর্সে পরীক্ষা দেওয়া। আরবি ভাষা শেখার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে। সেগুলোতে ভর্তি হতে হবে এবং নিয়মিত পরীক্ষা দিতে হবে। তাহলে নিজেকে যাচাই করতে পারবেন এবং সহজেই আরবি ভাষা শিখতে পারবেন।

আরবি বর্ণমালা

যে কোন ভাষা সহজে শেখার জন্য প্রথমে যা করা দরকার তাহলে সেই ভাষার বর্ণমালা সম্পর্কে আগে জানা। আরবি বর্ণমালা হলো ৩০ টি। আরবি বর্ণমালাগুলো মুখস্থ করতে হবে এবং প্রতিদিন পড়তে হবে এবং লিখতেও হবে। তাহলে আরবি শেখাটা আপনার জন্য সহজ হবে।

আরবি ভাষা শিখতে কতদিন সময় লাগে?

ভাষা শেখাটা একান্তই আপনার উপর নির্ভর করে। আরবি ভাষা শিখতে কতদিন বা কত সময় লাগবে সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে। আপনি যদি ভাল চেষ্টা করেন, সময় ব্যয় করেন, তাহলে ১ মাসের মধ্যেও শিখতে পারবেন। মোট কথা হলো আপনি একটু চেষ্টা করলে আপনার জন্য আরবি শেখাটা সহজ হবে এবং সময় কম লাগবে।

আরবি ভাষা কি খুব কঠিন?

সবার মনেই একটা কমন প্রশ্ন থাকে যে, ভাই আরবি ভাষা কি খুব কঠিন? এই ভাষা কি আমি শিখতে পারবো? তাদের জন্য আমাদের উত্তর হলো যে, ভাই আরবি ভাষা কঠিন নয়, হ্যাঁ আপনি সহজেই সেটা শিখতে পারবেন। তার জন্য দরকার আপনার চেষ্ট, আপনার পরিশ্রম, আপনার সময়। আপনাকে যদি অজানা কোন প্রশ্ন করা হয় তাহলে সেটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি সেই প্রশ্নের উত্তর জানতে পারবেন তখন মনে হবে এটা তো পানির মত সহজ। তো আরবি ভাষা শেখাটা তেমনই একটা ব্যাপার।

আরবি ভাষা শেখার উপকারিতা কি?

প্রত্যেক মানুষ মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন ভাষা শেখে এবং শেখার আগ্রহ থাকে। আরবি ভাষা শেখার উপকারিতা আছে। আপনি বিভিন্ন এজেন্সিতে জব করতে পারবেন, আরাবিয়ান রাষ্ট্রে ট্যুরে গেলে সেখানে আপনার মনের ভাব সহজেই তাদের সঙ্গে প্রকাশ করতে পারবেন। প্রবাসীদের জন্য আরবি ভাষা শেখাটা বেশি উপকার। কারণ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের ভাষা আরবি। আর আমাদের দেশের বেশিরভাগ প্রবাসী মধ্যপ্রাচ্য থাকে।

আরবি ভাষা শেখার জন্য দৈনিক কতক্ষণ সময় দিতে হবে?

আরবি ভাষা শেখার জন্য সময় নির্দিষ্ট না। আপনি প্রতিদিন এক ঘন্টা, দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিতে পারেন। তার বেশি বা কম সময়ও দিতে পারেন। আপনি যদি দক্ষ হন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার সময় কম লাগবে।

পরিশেষ

আমাদের এই লেখাগুলোর মূল উদ্দেশ্য হলো আপনি কিভাবে সহজেই আরবি ভাষা শিখতে পারবেন। আরবি ভাষা শিক্ষা সহজ টিপস সম্পর্কে আমরা আমাদের আর্টিকেলে ধারণা দিয়েছি। আসলে প্রত্যেক মানুষের ইচ্ছা শক্তি কিন্তু তাকে অনেক কিছু শেখায় এবং শিখিয়ে দেয়। আমরা আশা করছি আপনারা আমাদের এই লেখাগুলো পড়ার মাধ্যমে আরবি ভাষা সম্পর্কে এবং আরবি ভাষা শেখার সহজ উপায় সম্পর্কে ভালোভাবে জানতে পারছেন। আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *