হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন

যেকোনো কাজ করার জন্য আমাদের সেই কাজ সম্পর্কে জানা থাকা প্রয়োজন। আমরা যদি কাজ সম্পর্কে জানতেই না পারি তাহলে সেই কাজ ভালোভাবে নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব না। হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন সম্পর্কে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে  হ্যান্ড এমব্রয়ডারি কি? চলুন তাহলে জেনে নেয়া যাক—-

হ্যান্ড এমব্রয়ডারি কি বা কাকে বলে?

কোনো পোশাক বা কাপড়ের উপর রঙিন সুতা দিয়ে হাতের সাহায্যে বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলা কে হ্যান্ড এমব্রয়ডারি বলে। বর্তমানে এটি  বহুল প্রচলিত এবং জনপ্রিয়। টেবিল রানা থেকে শুরু করে সকল প্রকার পোশাকে হ্যান্ড এমব্রয়ডারি করা হয়ে থাকে।

আজকে আমরা জানবো হ্যান্ড এমব্রয়ডারি করতে কি কি প্রয়োজন হয়। নতুনরা কিভাবে হ্যান্ড এমব্রয়ডারি শিখতে পারবে এবং সেটি থেকে বিজনেস শুরু করতে পারবে।

হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন জন্য কি কি লাগবে? দাম কত?

হ্যান্ড এমব্রয়ডারি শেখার জন্য আমাদের অল্প কিছু উপকরণ প্রয়োজন। অল্প কিছু উপকরণ দিয়েই আমরা নতুনরা খুব সহজেই হ্যান্ড পেইন্ট শিখতে পারবো।

সুতা

হ্যান্ড এমব্রয়ডারির জন্য আমাদের প্রথম যে জিনিসটি লাগবে তা হচ্ছে সুতা। এমব্রোয়ডারি বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে বিভিন্ন রঙের সুতা প্রয়োজন। আমরা বিভিন্ন রকমের সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়।

 তার মধ্যে লাচ্ছি সুতা অধিক ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবহার করা হয় নয়ন তারা সুতা, রেশমি সুতা ,ডিএমসি সুতা ইত্যাদি

  1. লাচ্ছি সুতা: লাচ্ছি সুতা হচ্ছে এক ধরনের সুতি সুতা। এটি দিয়ে কাজ করা অনেক বেশি আরামদায়। এই সুতা দিয়ে পোশাকে কাজ করলে সেই পোশাক অনেক বেশি আরামদায়ক হয়। এবং সব সুতার থেকে এই সুতাটি খুব সুন্দর ভাবে বসে।

দাম: লাচ্ছি সুতা নাছি হিসেবে বিক্র করা হয়।এটার এক নাছি ১৫-২০ টাকা করে নিবে।তবে একসাথে অনেকগুলি আনলে আরো কমে আনতে পারবেন। 

  1. রেশমি সুতা: এই সুতা অনেকটা পিছলে টাইপের হয়।কোনো কাজকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে রেশমি সুতা ব্যবহার করা হয়। এটার রঙ অনেক চমৎকার হয়।এই সুতার করা পোশাক অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়।

  দাম: রেশমি সুতাও নাছি হিসেবে বিক্রি করা হয়। এটি আপনারা ১ নাছি ৩৫-৪০ টাকার মধ্যে কিনতে পারবেন। 

  1. ডিএমসি সুতা: কোনো কাজকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে এবং কাজটা যেন উঠে থাকে এরুপ কাজের জন্য ডিএমসি সুতা ব্যবহার করা হয়। এককথায় থ্রিডি আর্ট এর জন্য এই সুতা ব্যবহার করা হয়।

  দাম: এটির দাম ১ পিস ৮-১০ টাকা। তবে পাইকারি আনলে ৬ -৭ টাকার মধ্যে আনতে পারবেন। 

  1.  নয়নতারা সুতা: নয়ন তারা সুতা       কুশিকাটার কাজ করতে ব্যবহার করা হয়   অধিক।এটি একটু মোটা টাইপের সুতা।

 দাম: এই সুতা গুটি হিসেবে বিক্রি করা হয়। এটি ১ টি গুটি ১৫-২০ টাকা করে নিবে। 

  • ফ্রেম: এমব্রয়ডারির জন্য আরেকটি প্রয়োজনীয় উপকরণ হলো ফ্রেম। বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন সাইজের ফ্রেম ব্যবহার করা হয়। ৪” থেকে ১৪” পর্যন্ত ফ্রেম হয়ে থাকে। প্লাস্টিক এবং কাঠ এই দুইধরনের ফ্রেম বাজারে পাওয়া যায়।

 দাম: সাইজ অনুযায়ী ফ্রেমের দাম ভিন্ন হয়ে থাকে।  এটার দাম ২০ টাকা থেকে শুরু করে ২৫০ পর্যন্ত হয়ে থাকে।

  • সুই: এমব্রয়ডারির জন্য সুই আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ। হ্যান্ড এমব্রয়ডারির জন্য বিভিন্ন সাইজের সুই ব্যবহার করা হয়ে থাকে।

  দাম: ১ প্যাকেট সুই ২০-২৫ টাকা এর মধ্যে  পেয়ে যাবেন। 

  • পেন্সিল বা কালার কলম: কাপড়ে ডিজাইন অনুযায়ী পেন্সিল বা কলম দিয়ে আর্ট করে নিতে হবে।তারপর আর্ট এর  উপর দিয়ে সেলাই করতে হবে।
  • ডলার/আয়না: পোশাককে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ডলার বা ডলার সাইজের বিভিন্ন আয়না ব্যবহার করা হয়। এগুলা ছোট,বড়,মাঝারি বিভিন্ন সাইজের হয়ে থাকে।

  দাম:  ডলার গ্রাম হিসেবে বিক্রি করা হয়। ১২ গ্রাম এর প্রাইজ ২০ টাকা।

  • পুঁতি: এমব্রয়ডারি করা পোশাকগুলি আরও আকর্ষণীয় করার জন্য সুতার সাথে পুঁতির কাজ করা হয়। কাজ অনুযায়ী বিভিন্ন কালার৷ এবং বিভিন্ন সাইজের পুঁতি ব্যবহার করা হয়। 

  দাম: সাইজ এবং ডিজাইন অনুযায়ী প্রাইজ চেঞ্জ হবে।

  • চুমকি:  পুঁতি, ডলার এর মতো চুমকিও পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়।চুমকিও আপনারা ডলারের দামে পেয়ে যাবেন।

কি কি প্রোডাক্ট নিয়ে আমরা নতুনরা হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন শুরু করতে পারি 

  1. প্রয়োজনীয় কয়েকটি কালার সুতা।
  2. এক বক্স বিভিন্ন সাইজের সুই।  
  3. মাঝারি সাইজের একটি ফ্রেম।
  4. পেন্সিল বা কালার কলম।
  5. কিছু কাপড়।

এই ৫ টা উপকরণ দিয়েই আমরা এমব্রয়ডারির কাজ শুরু করতে পারি। এর জন্য খুব বেশি মুলধনের প্রয়োজন নেই। খুব অল্প কিছু উপকরণ দিয়েই শুরু করতে পারেন আপনারাও। ফ্যাশন এবং ডিজাইন সম্পর্কে জানতে আরও পড়ুন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *