হোন্ডা কোম্পানির মোটরসাইকেল দাম, হোন্ডা বাইক দাম ২০২৩

হোন্ডা কোম্পানির মোটরসাইকেল দাম

বর্তমান বিশ্বে হোন্ডার একছত্র আধিপত্য দিন দিন বেড়ে যাচ্ছে। ইয়ং জেনারেশন, উচ্চবিত্ত ,মধ্যবিত্ত সবার পছন্দের বাইকের তালিকায় হোন্ডা প্রথমেই আছে। জাপানিজ এই ব্রান্ডটি বহু বছর ধরেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের বাইক লাভারদের মনে জায়গা করে নিয়ে আছে। বিভিন্ন হলিউড মুভিতেও দেখা যায় হোন্ডা কোম্পানির মোটরসাইকেল। গ্রাম থেকে নগর,  নগর থেকে শহর সবখানেই হোন্ডার আধিপত্য। কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে হোন্ডা কোম্পানি স্পোর্টস  এবং স্ট্যান্ডার্ড দুই ধরনের বাইকই তৈরি করছে। 

বর্তমানে হোন্ডা কোম্পানি আকর্ষণীয় ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট বেশ কিছু বাইক বাজারে এনেছে। এছাড়া স্পোর্টস এর জগতের জন্য দুর্দান্ত কিছু বাইক লঞ্চ করেছে। হোন্ডা কোম্পানির যে বাইকগুলো সবচেয়ে বেশি দর্শকদের মন কেরেছে সেই বাইকগুলোর মধ্যে অন্যতম Honda CB Trigger. আজকে আমরা আলোচনা করব হোন্ডা কোম্পানির সকল মডেলের দাম নিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভাগ ভাগ করে বিস্তারিত আলোচনা করব। 

Honda dream Neo 110cc

স্পেসিফিকেশন 

  • দাম: ১,০৫,৫০০ টাকা
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke, এসআই, বিএস, ভি আই  ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১১০ সিসি
  • মাইলেজ —- ৭০ কিমি/লি
  • সর্বোচ্চ স্পিড –—  ১০০ কিমি/ঘ
  • সর্বোচ্চ পাওয়ার—- ৮.২৫ বিএইসপি ৭৫০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ৮.৬৩ এনএম ৫৫০০ আরপিএম
  • স্টার্ট মোড —- সেল্ফ এবং কিক
  • ফুয়েল ক্যাপাসিটি – ৯.১ লিটার –
  • উচ্চতা—-  ১০৭৬ মিলিমিটার 
  • গিয়ার —- ৪ গিয়ার
  • ওজন–— ১১২ কেজি

স্পিডোমিটার(এনালগ), ওডোমিটার(এনালগ), ইন্সট্রুমেন্ট কন্সোল(এনালগ ডিজিটাল) ইত্যাদি 

বাজেট যদি হয় লাখ টাকা তাহলে হোন্ডা ড্রিম বাইকটি হবে পারফেক্ট। অত্যাধিক মাইলেজ ক্ষমতা বিশিষ্ট এই বাইকটি ৭০ কিলোমিটার ড্রাইভিং এ মাত্র ১ লিটার তেল লাগে। বাইকটি ওজনে খুবই হালকা এবং উচ্চতা 1076 মিলিমিটার। বাইকটি এক ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার যেতে পারে। ১১০ সিসির এই বাইকটিতে শক্তিশালী ৪স্ট্রোক ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। কম দামের মধ্যে লং লাস্টিং বাইক হিসেবে হোন্ডা ড্রিম স্ট্যান্ডার্ড বাইক। এই বাইক গুলোর দাম কম হলেও অনেক ভালো সার্ভিস দেয়। 

Honda livo drum 110cc

স্পেসিফিকেশন 

  • দাম: ১,১৯,০০০ টাকা
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke, এয়ার কুলেড,  এস আই ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১১০ সিসি
  • মাইলেজ —- ৬৫কিমি/লি
  • সর্বোচ্চ স্পিড –—  ৮৬ কিমি/ঘ
  • সর্বোচ্চ পাওয়ার—- ৮.২ বিএইসপি ৭৫০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ৮.৬৩ এনএম ৫৫০০ আরপিএম
  • স্টার্ট মোড —- সেল্ফ এবং কিক
  • ফুয়েল ক্যাপাসিটি – ৯ লিটার –
  • উচ্চতা– ১১১৬ মিলিমিটার 
  • গিয়ার —- ৫ গিয়ার
  • ওজন–— ১১৫ কেজি

স্পিডোমিটার(এনালগ), ওডোমিটার, ট্যাকোমিটার , ফুয়েল ওয়ার্নিং, ট্রিপমিটার,  ইন্সট্রুমেন্ট কন্সোল(এনালগ ডিজিটাল) ইত্যাদি। 

কম দামের মধ্যে দুর্দান্ত একটি বাইক। বাইকটির সবচেয়ে ভালো হল বাইকটির তেল কম খায় কিন্তু বেশি চলে। ১ লিটার তেল দিয়ে বাইকটি ৬৫ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। এছাড়া বাইকটির সর্বোচ্চ স্পিড ৮৬ কিলোমিটার ঘন্টায়। জাপানিজ দুর্দান্ত এই বাইকটি কম দামের মধ্যে সেরা একটি বাইক। ৪ স্ট্রোক এয়ারকুলেড শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট বাইকটির দাম মাত্র ১ লক্ষ ১৯ হাজার টাকা। কম দামে এটি একটি স্ট্যান্ডার্ড বাইক। 

Honda CB Shine SP 125cc

স্পিসিফিকেশন 

  • দাম: ১,৪৬,০০০ টাকা
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke, এয়ার কুলেড,  এস আই ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১২৫ সিসি
  • মাইলেজ —- ৫৫ কিমি/লি
  • সর্বোচ্চ স্পিড –—  ১০০ কিমি/ঘ
  • সর্বোচ্চ পাওয়ার—- ১০.৬ বিএইসপি ৭৫০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ১০.৩ এনএম ৫৫০০ আরপিএম
  • স্টার্ট মোড —- সেল্ফ এবং কিক
  • ফুয়েল ক্যাপাসিটি – ১০.৫ লিটার –
  • উচ্চতা– ১০৮৫ মিলিমিটার 
  • গিয়ার —- ৫ গিয়ার
  • ওজন–— ১২৩ কেজি

স্পিডোমিটার(এনালগ), ওডোমিটার,  ট্রিপমিটার,  ইন্সট্রুমেন্ট কন্সোল(এনালগ ডিজিটাল) ইত্যাদি 

হোন্ডা সিবি সাইন বাইকটি কম দামের মধ্যে অত্যন্ত ভালো এবং লং লাস্টিং একটি বাইক। নির্মাতা কোম্পানি জাপানের হওয়ায় বাইকটিতে কোন সন্দেহ না থাকারই কথা। এই ধরনের বাইক তেল কম খায়। বাইকটি এক ঘন্টায় ৫৫ কিলোমিটার চলে, বিনিময়ে এক লিটার তেল লাগে। এছাড়া বাইকটি এক ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলতে পারে। বাইকটি অত্যন্ত হালকা ওজনের তাই কন্ট্রোলিং করতে সহজ হয়। বাইকটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ ৪৬ হাজার টাকা। কম দামে ভালো বাইক নিতে হলে এই বাইকটি উপযুক্ত হবে। 

Honda CB Trigger 150 cc 

স্পেসিফিকেশন

  • দাম: ১,৮৮,৫০০ টাকা
  • ইঞ্জিন টাইপএয়ারকুলেট  ৪ স্ট্রোক এস আই ইঞ্জিন 
  • সিসি —- ১৫০
  • মাইলেজ —- ৬০ কিমি/লি
  • সর্বোচ্চ পাওয়ার—- ১৪ বিপিএইস ৮৫০০ আরপিএম
  • স্টার্ট মোড —- কিক/ সেল্ফ
  • ফুয়েল ক্যাপাসিটি –১২ লিটার –
  • সর্বোচ্চ স্পিড –—  ১২৯ কিমি/ঘ.
  • রিজার্ভ—- ১.৩ লিটার
  • উচ্চতা– ১০৬০ মিলিমিটার 
  • গিয়ার —- ৫ স্পিড গিয়ার
  • চেসিস –— অ্যাডভান্স ডিজাইন ডায়মন্ড ফ্রেম 
  • ব্রেক —- সিঙ্গেল ডিস্ক ২৪০
  • ওজন —- ১৩৭ কেজি

স্পিডোমিটার, ওডোমিটার,  ট্রিপমিটার,  ইন্সট্রুমেন্ট কন্সোল ইত্যাদি 

হোন্ডা সিবি ট্রিগার ১৫০ সিসি খুব ভালো মানের একটা বাইক। এই বাইকের দুইটা ধরন। একটা সিঙ্গেল ডিস্ক আরেকটা ডাবল ডিস্ক। দুইটারই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৫০ সিসি। এবং ইঞ্জিন টাইপ এয়ার কুলেট ৪ স্ট্রোক এসআই ইন্জিন। শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এই বাইকের সর্বোচ্চ স্পিড ১২৯ কিলোমিটার ঘন্টায়। এক লিটার তেলে এই বাইকটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। অ্যাডভান্স চেসিস ডিজাইন এবং ডায়মন্ড ফ্রেমের এই বাইকটি ওজন ১৩৭ কেজি এবং উচ্চতা ১০৬০ মিলিমিটার। ১২ লিটার ফুয়েল ক্যাপাসিটির সাথে রিজার্ভ আছে ১.৩ লিটার। ফাইভ স্পিড গিয়ারের বাইকটিতে স্টাটিং মোড কিক এবং সেল্ফ কিভাবে করা যায়। বাইকটি গুণগত মানে ভালো এবং লং লাস্টিং।  

Honda X blade 160 ABS

স্পেসিফিকেশন 

  • দাম: ২,১৪,০০০ টাকা
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke si, bs-VI ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১৬২.৭১ সিসি
  • মাইলেজ —- ৪২ কিমি/লি
  • সর্বোচ্চ পাওয়ার—- ১৩.৮ পিএস ৮০০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ১৪.৭ এনএম ৫৫০০ আরপিএম 
  • স্টার্ট মোড —- কিক/ সেল্ফ
  • ফুয়েল ক্যাপাসিটি –১২ লিটার –
  • সর্বোচ্চ স্পিড –—  ১১৫কিমি/ঘ.
  • উচ্চতা– ১১১৫ মিলিটার 
  • গিয়ার —- ৫ স্পিড গিয়ার
  • চেসিস –— ডায়মন্ড ফ্রেম 
  • ব্রেক —- ৫ গিয়ার
  • ওজন–— ১৪৪ কেজি

স্পিডোমিটার (ডিজিটাল), ওডোমিটার,  ট্রিপমিটার,  ইন্সট্রুমেন্ট কন্সোল(ডিজিটাল) ইত্যাদি 

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৬২.৭১ সিসি বিশিষ্ট  হোন্ডা এক্স ব্লেড ১৬০abs বাইকটি অত্যন্ত শক্তিশালী একটি বাইক। সর্বোচ্চ ১৪.৭ টর্ক নিয়ে ৫৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে পারে। বাইকটি ফাইভ স্পিড কিয়ারে এক ঘণ্টায় ১১৫ কিলোমিটার যেতে পারে। বাইকটি ড্রাইভিং করতে আরামদায়ক এবং লং লাস্টিং ক্যাপাসিটি বিশিষ্ট। বাইকটির চেসিস আকর্ষণীয় ডায়মন্ড ফ্রেম দিয়ে তৈরি করায় বাজারে এর চাহিদা প্রচুর। এই বাইকটির উচ্চতা একটু বেশি এবং ওজনেও একটু বেশি। তবে শক্তিশালী ব্রেক থাকার কারণে বাইকটি চালাতে কোন সমস্যা হয় না। বাইকটির বর্তমান বাজার মূল্য ২ লাখ ১৪ হাজার টাকা। বাজার তারতমের কারণে কিছু কম বেশি হতে পারে। এছাড়া বাইকটিতে এক লিটার তেল দিয়ে ৪২ কিলোমিটার ড্রাইভিং করা যায়। 

Honda CB Hornet 160R (Double disc) 

স্পেসিফিকেশন

  • দাম: ২,৫৫,০০০ টাকা 
  • ইঞ্জিন টাইপএয়ারকুলেট  ৪ স্ট্রোক এস আই  ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১৬২ সিসি
  • মাইলেজ —- ৫৯ কিমি/লি
  • সর্বোচ্চ পাওয়ার—- ১৫.০৯ পিএস ৮৫০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ১৪.৫ এনএম ৬৫০০ আরপিএম 
  • স্টার্ট মোড —- কিক/ সেল্ফ
  • ফুয়েল ক্যাপাসিটি –১২ লিটার –
  • সর্বোচ্চ স্পিড –—  ১১৫কিমি/ঘ.
  • রিজার্ভ—- ১.৩ লিটার
  • উচ্চতা– ১০৯১ মিলিটার 
  • গিয়ার —- ৫ স্পিড গিয়ার
  • চেসিস –— অ্যাডভান্স ডিজাইন ডায়মন্ড ফ্রেম 
  • ব্রেক —- ৫ গিয়ার
  • ওজন–— ১৪১ কেজি

স্পিডোমিটার(ডিজটাল ), ওডোমিটার,  ট্যাকোমিটার, ট্রিপমিটার,  ইন্সট্রুমেন্ট কন্সোল(ডিজিটাল) ইত্যাদি 

মধ্যম মানের বাইকের মধ্যে হোন্ডা সিবি হর্নেট ১৬০r খুব ভালো লং লাস্টিং করে। এই বাইকগুলো সবচেয়ে বড় সুবিধা হল এই বাইকগুলো যে কোন রোডেই সুবিধামতো চালানো যায়। হোন্ডা সিবি হর্নেট 160r বাইকটির ওজন একটু বেশি। কিন্তু বাইকটির একটু উচ্চতা কম হওয়ায় হয় সবার জন্য কমফোর্টেবল। বাইকটি সর্বোচ্চ ১৪.৫ ঘূর্ণনে সর্বোচ্চ ৬৫০০ আর পি এম শক্তি উৎপন্ন করতে পারে। এছাড়া বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বেশ ভালো (১৬২ সিসি)। ফাইভ স্পিড গিয়ারে বাইকটি এক ঘন্টায় সর্বোচ্চ ১১৫ কিলোমিটার রান করতে পারে। এই ১১৫ কিলোমিটার যেতে বাইকটির তেল লাগে ২ লিটার (প্রায়) । 

Honda CB 150R StreetFire

স্পেসিফিকেশন 

  • দাম: ৩,৮০,০০০ টাকা 
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke, সিঙ্গেল সিলিন্ডার , DOHC 4 Valve ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১৫০ সিসি নেকেড স্পোর্টস 
  • মাইলেজ —- ৪৫ কিমি/লি
  • সর্বোচ্চ স্পিড –—  ১৪০ কিমি/ঘ
  • সর্বোচ্চ পাওয়ার—- ১৬.৭ বিএইসপি ৯০০০ আরপিএম 
  • সর্বোচ্চ টর্ক –— ১৩.৮ এনএম ৭০০০ আরপিএম 
  • স্টার্ট মোড —- সেল্ফ অনলি
  • ফুয়েল ক্যাপাসিটি – ১২ লিটার –
  • উচ্চতা– ১০৩৯মিলিমিটার 
  • গিয়ার —- ৬ স্পিড গিয়ার
  • ওজন–— ১৩৬কেজি

স্পিডোমিটার, আরপিএম মিটার, অডোমিটার, ফুয়েল গেজ,  ইত্যাদি। 

জাপানিজ মধ্যম মানের সেরা বাইক হোন্ডা সিবি ১৫০Rস্ট্রেট ফায়ার। দাম অনুযায়ী বাইকটির স্পেসিফিকেশন খুবই ভালো। ওজন এবং উচ্চতায় কম হওয়ায় বাইক লাভারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাইকটিতে বিভিন্ন ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়েছে। জাপানিজ এই বাইকটি ১ লিটার তেলে ৪৫ কিলোমিটার চলতে পারে। এছাড়া বাইকটির সর্বোচ্চ স্পিড এক ঘন্টায় ১৪০ কিলোমিটার। বাইকটি ভালো সার্ভিস দেয় এবং লং লাস্টিং করে। আপনার পছন্দের তালিকায় যুক্ত করে নিন দুর্দান্ত ইঞ্জিন বিশিষ্ট এই বাইকটি। 

New Honda CBR 150R (ABS)

স্পেসিফিকেশন 

  • দাম: ৫,৬৫,০০০ টাকা
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke si, bs-VI ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১৫০ সিসি
  • মাইলেজ —- ৩৮ কিমি/লি
  • সর্বোচ্চ পাওয়ার—- ১২.৬ পিএস ৯০০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ১৪.৪ এনএম ৭০০০ আরপিএম 
  • স্টার্ট মোড —- সেল্ফ অনলি
  • ফুয়েল ক্যাপাসিটি –১২ লিটার –
  • সর্বোচ্চ স্পিড –—  ১৪৫ কিমি/ঘ.
  • উচ্চতা– ১০৭৭ মিলিমিটার 
  • গিয়ার —- ৬ স্পিড গিয়ার
  • চেসিস –— ডায়মন্ড ফ্রেম 
  • ওজন–— ১৩৯ কেজি
  • স্পিডোমিটার, ট্রিপমিটার, ইঞ্জিন কুলিং, ইত্যাদি। 

নিউ হোন্ডা সিবিআর ১৫০R একটি উন্নত মানের হার্ড হিটার বাইক। শক্তিশালী ইঞ্জিন এবং শক্তিশালী পাওয়ার বৈশিষ্ট্য একটি অত্যাধুনিক বাইক। ১২.৬ পি এস সর্বোচ্চ ৯ হাজার আরপিএম পাওয়ার  উৎপন্ন করতে পারে। এছাড়া বাইকটির সর্বোচ্চ টর্ক ১৪.৪ এনএম এ ৭০০০ আরপিএম পাওয়ার উৎপন্ন হয়। বাইকটির একটি অসুবিধা হলো স্টার্টিং মোড শুধুমাত্র সেল্ফ স্টাটিং। তবে বাইকটির শক্তিশালী ছয়টি গিয়ার স্পিড আছে। বাইকটির সুবিধা হলো বাইকটির উচ্চতা কম। এর ফলে যে কোন ব্যক্তি স্বাচ্ছন্দে বাইকটির ড্রাইভ করতে পারে। এক লিটার তেলে সর্বোচ্চ ৩৮ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করা যায়। এছাড়া বাইকটি সর্বোচ্চ স্পিড এক ঘন্টায় ১৪৫ কিলোমিটার। 

Honda CBR 150 R  REPSOL

স্পেসিফিকেশন

  • দাম: ৫,২০,০০০ টাকা 
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke si, bs-VI ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১৫০ সিসি
  • মাইলেজ —- ৩৫ কিমি/লি
  • সর্বোচ্চ স্পিড –—  ১৪০ কিমি/ঘ
  • সর্বোচ্চ পাওয়ার—- ১৭.১ বিএইসপি ৯০০০ আরপিএম
  • সর্বোচ্চ টর্ক –— ১৪.৫ এনএম ৭০০০ আরপিএম 
  • স্টার্ট মোড —- সেল্ফ অনলি
  • ফুয়েল ক্যাপাসিটি –১২ লিটার –
  • উচ্চতা– ১০৭৭ মিলিমিটার 
  • গিয়ার —- ৬ স্পিড গিয়ার
  • চেসিস –— ডায়মন্ড ফ্রেম 
  • ওজন–— ১৩৯ কেজি

স্পিডোমিটার,  ট্রিপমিটার,  ইঞ্জিন কুলিং(লিকুইড কুলেড) , ইন্সট্রুমেন্ট কন্সোল ইত্যাদি। 

হোন্ডা ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় বাইক হল রেপজল সিবিআর ১৫০R। ইয়ং জেনারেশন এর পছন্দের তালিকায় বাইকটি সবার উপরে। বাইকটি চেনেনা বা দেখেনি এমন কেউ নেই। বাইকটির প্রধান বৈশিষ্ট্য হলো এর স্ট্যান্ডার্ড ব্রেক হর্স পাওয়ার সবচেয়ে বেশি। ১৭.১ ব্রেক হর্স পাওয়ারে সর্বোচ্চ ৯ হাজার আরপিএম শক্তি উৎপন্ন করতে পারে। বাইকটি ওজনে হাল্কা হওয়ায় যেকোনো বয়সের মানুষ বাইকটি ড্রাইভিং এ উপভোগ করতে পারবে। বাইকটির সর্বোচ্চ স্পিড ঘন্টায় ১৪০ কিলোমিটার। এছাড়া বাইকটিতে আছে ডিজিটাল স্পিডোমিটার,  ট্রিট মিটার, লিকুইড ইঞ্জিন কুলিং সিস্টেম, আর বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। বাংলাদেশের বাজারে দিন দিন এই বাইকটির চাহিদা বেড়ে চলেছে। বাইকটির বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা। পছন্দের তালিকায় যুক্ত করে নিতে পারেন এই বাইকটি। 

Honda CB 150R EX Motion(ABS)

স্পেসিফিকেশন 

  • দাম: ৫,৫০,০০০ টাকা
  • ইঞ্জিন টাইপ  —- 4 stroke, সিঙ্গেল সিলিন্ডার , লিকুইড  কুলেড, DOHC 4 Valve ইঞ্জিন 
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট—- ১৫০ সিসি
  • মাইলেজ —- ৩৫ কিমি/লি
  • সর্বোচ্চ স্পিড –—  ১৫০ কিমি/ঘ
  • সর্বোচ্চ পাওয়ার—- ২০ এইসপি
  • সর্বোচ্চ টর্ক –— ১৪.৫ এনএম 
  • স্টার্ট মোড —- সেল্ফ অনলি
  • ফুয়েল ক্যাপাসিটি – ৮.৫ লিটার –
  • উচ্চতা– ১০৫৩ মিলিমিটার 
  • গিয়ার —- ৬ স্পিড গিয়ার
  • ওজন–— ১২৩ কেজি

স্পিডোমিটার,  PGM FI electronic injection fuel system,  ট্রিপমিটার,  ইঞ্জিন কুলিং(লিকুইড কুলেড) , ইন্সট্রুমেন্ট কন্সোল ইত্যাদি আরও অত্যাধুনিক ডিভাইসে ভরপুর। 

হোন্ডা ব্র্যান্ডের এক্সমোশন বাইকটি হাই লেভেল এবং লং লাস্টিং একটি বাইক। দুর্দান্ত মডেলের কারণে এই বাইকের জনপ্রিয়তা আকাশচুম্বী। বাইকটি বিভিন্ন হলিউড মুভিতে দেখা যায়। ২০ হর্স পাওয়ারের দুর্দান্ত এই বাইকটি ১৫০ কিলোমিটার যেতে পারে ঘন্টায়। ওজনে হাল্কা হওয়ায় ড্রাইভ করতে উপভোগ করা যায়। এছাড়া শক্তিশালী ইঞ্জিন ও অত্যাধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে বাইকটির চাহিদার কমতি নেই। 

এছাড়া হোন্ডা কোম্পানির আরো কিছু বাইকের দাম 

  • Honda CB hornet 160R Deluxe ABS– ২ লক্ষ ৫৫ হাজার টাকা 
  • Honda Dio scooter – ১ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা 
  • Honda CBR 150R Matt black – ৪ লক্ষ ৫০ হাজার টাকা 

এছাড়া হোন্ডা ব্র্যান্ডের কিছু আকর্ষণীয় বাইক আগামীতে বাংলাদেশের লঞ্চ করার সম্ভাবনা আছে। সেই বাইক গুলো হল 

  • Honda hornet 2.0–  184cc
  • Honda CB 300 –286cc
  • Honda CBR 308R – 286cc

হোন্ডা কোম্পানির আপকামিং বাইক গুলো হবে আরো শক্তিশালী ও ডিজাইনে দুর্দান্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *