রানার স্কুটির দাম কত

যুগের সাথে তাল মিলিয়ে বাইক উৎপাদনে পাল্লা দিচ্ছে  দেশীয় ব্যান্ড রানার। কমদামের মধ্যে সবচেয়ে ভালো বাইক পাওয়া যায় রানার কোম্পানির। বাইক তৈরির পাশাপাশি স্কুটি তৈরির উপর খুব জোর দিচ্ছে ব্রান্ড টি। বর্তমানে বাজারে রানার ব্রান্ডের বিভিন্ন ধরনের স্কুটি পাওয়া যায়। আপনার যদি বাজেট লো থাকে এবং আপনি যদি ভালো মানের,  ভালো ইঞ্জিন বিশিষ্ট স্কুটি কিনতে চান তাহলে নিঃসন্দেহে রানার স্কুটি কিনতে পারেন। অনেকে আবার রানার এর নাম শুনে ভাবে যে দেশীয় ব্র্যান্ড ভালো হবে না। কিন্তু দেশীয় ব্র্যান্ড হলেও এর স্কুটি গুলো আকর্ষণীয় ডিজাইনও শক্তিশালী ইঞ্জিন দ্বারা তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব রানার স্কুটির দাম কত? রানার স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৩।  এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং রানার স্কুটি সম্পর্কে বিস্তারিত 

রানার স্কুটার 

কম দামের মধ্যে স্টান্ডার্ড স্কুটার হলো রানার ব্রান্ডের স্কুটার। বাংলাদেশে বর্তমানে রানার স্কুটার এর চাহিদা খুব। রানার কোম্পানি দেশে মোটরসাইকেলের চাহিদা মিটানোর পাশাপাশি বিদেশে বিভিন্ন ব্রান্ডের বাইক বিক্রি করছে। রানার ব্রান্ডের স্কুটি গুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং কালার মিক্সিং এমন ভাবে করা হয়েছে গ্রাহক দেখলেই পছন্দ করবে।বর্তমানে দেশীয় ব্যান্ড রানারের দুটি মাত্রই স্কুটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তবে স্কুটি দুটি শক্তিশালী ইঞ্জিন ও পাওয়ার সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে। 

  • Runner kite Plus 11
  • Runnar Scooty 110 

রানার ব্যান্ডের এই মডেল দুটি বাংলাদেশের পাওয়া যাচ্ছে। এই মডেল গুলোর ফিচার, ডিজাইন, কালার এসব দেখলে আপনি স্কুটিগুলো অপছন্দ করতে পারবেন না। 

রানার স্কুটির দাম কত

বর্তমান বাজারে রানারের দুটি স্কুটি পাওয়া যাচ্ছে এবং এই স্কুটি গুলোতে ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ৪স্ট্রোক এয়ারকুলেড পেট্রোল ইঞ্জিন। ভালো মানের ইঞ্জিন হওয়ায় এই স্কুটির লাইফটাইম ক্যাপাবিলিটি ভালো হয়। স্কুটি গুলোর আকর্ষণীয় ফিচার ও দুর্দান্ত ডিজাইনের জন্য গ্রাহক চাহিদা বেড়েই যাচ্ছে। 

রানার স্কুটারের দাম –

  • Runner kite Plus 110, Price: 99,000 Taka
  • Runner Scooty 110, Price: 1,08,000 টাকা

রানার ব্যান্ডের এই স্কুটি গুলো আঞ্চলিক শোরুম বা  জেলা শহরের শোরুমে পাওয়া যায়। স্কুটি গুলো কিন্তু দামে অতটা বেশি। কিন্তু দেশীয় ব্রান্ড হওয়ার কারণে অনেকেই মনে করে হয়তো সার্ভিস ভালো হবে না। আসলে এটা ভুল ধারণা। এই স্কুটি গুলোতে শক্তিশালী ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজ সার্ভিস দেওয়া হয়েছে। 

রানার স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৩

স্ট্যান্ডার্ড  ডিজাইন ও লং লাস্টিং সার্ভিস ক্যাপাবিলিটির জন্য রানার স্কুটির চাহিদা দেশের বাজারে দিন দিন বেড়ে যাচ্ছে। কম দামে ভালো মানের স্কুটি পেতে হলে রানার ব্র্যান্ডের কোন বিকল্প নেই। রানার ব্র্যান্ডের এই স্কুটি গুলোর স্পেসিফিকেশন খুবই অসাধারণ। 

Runner kite Plus 110,  Price– 99,000 Taka

  • Engine type: single cylinder, 4stroke, air cooled
  • Engine displacement : 110cc
  • Top speed : 100 km/h
  • Mileage : 55+
  • Maximum power : 4.8 kw, 8000 rpm
  • Maximum torque : 7.0 Nam, 5500 rpm
  • Starting  : kick and self 
  • Gear : 4
  • Fuel capacity : 4.8 L
  • Weight  : 91 kgs
  • Height : 820 mm

রানার কাইট প্লাস ১১০ স্কুটিতে এয়ারকুলেড সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন ব্যবহৃত। এই স্কুটির মাইলেজ খুব ভালো। ৫৫+ কিলোমিটার পার লিটার। অর্থাৎ ১ লিটার তেলে ৫৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। এছাড়া স্কুটিটির টপ স্পিড এক ঘন্টায় 100 কিলোমিটার। ৪.৮ কিলোওয়াটে 8000 আরপিএম পাওয়ার উৎপন্ন করতে পারে। ৯১ কেজির এই স্কুটিটির উচ্চতা মাত্র ৮২০ মিলিমিটার। এছাড়া ৭.০ এন এম এ ৫৫০০ আরপিএম ঘূর্ণন উৎপন্ন করতে পারে। 

Runner Scooty 110Price : 1,08,000 Taka

  • Engine type: single cylinder, 4stroke, Air Cooled
  • Engine displacement : 104cc
  • Top speed : 80km/h
  • Mileage : 50 km/L
  • Maximum power : 5.2 kw, 8000 rpm
  • Maximum torque : 7.0 Nam, 7000 rpm
  • Starting  : kick and self 
  • Gear : 4
  • Fuel capacity : 10 L
  • Weight  : 120 kgs
  • Brake : Front-Disc, Rear- Drum

রানার স্কুটি ১১০ এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১০৪ সিসি। এই স্কুটিটির ওজন একটু বেশি। রানার স্কুটি ১১০ এর সর্বোচ্চ স্পিড এক ঘন্টায় ৮০ কিলোমিটার এবং এক লিটার তেলে ৫০ কিলোমিটার চলে। এই স্কুটির সর্বোচ্চ পাওয়ার ৫.২ কিলোওয়াটে  ৮ হাজার আরপিএম এবং সর্বোচ্চ টর্ক ৭.০ এন এম এ 7000 আরপিএম। স্কুটিটির ফুয়েল ক্যাপাসিটি বেশি ১০ লিটার। এছাড়া ব্রেকিং সিস্টেম ভালো সামনে ডিস্ক পিছনের ড্রাম। 

রানার স্কুটির দাম ২০২৩ 

দেশীয় ব্যান্ড রানার বর্তমানে খুব ভালো সার্ভিস দিচ্ছে। আপনারা যদি কম দামের মধ্যে ভালো মানের স্কুটার কিনতে চান তাহলে আমাদের দেশের রানার ব্র্যান্ডের স্কুটার কিনতে পারেন। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তৈরিকৃত জিনিসের প্রতি  আমাদের সবার আগ্রহ থাকা উচিত। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম রানার স্কুটির দাম কত নিয়ে। আশা করি আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে আমরা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। লেখার মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে অথবা আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। 

কেনাকাটা নিয়ে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *