আকাশ টিভি প্যাকেজ ২০২৫ দাম, রিচার্জ, অফার, মাসিক বিল চ্যানেল লিস্ট বিস্তারিত

আকাশ টিভি প্যাকেজ

এক নজর দেখে নিন

আকাশ ডিটিএইচ কী?

আকাশ টিভি

কেন আকাশ ডিটিএইচ কিনবেন?

বর্তমানে ডিস লাইনের বিভিন্ন সমস্যা থাকায় লোকজন প্রযুক্তির দিক বিবেচনা করে। তাই ভালো মানের অডিও এবং HD ভিডিও দেখার জন্য গ্রাহকরা আকাশ টিভি প্যাকেজ কিনতে আগ্রহী। ডিস লাইনের যে সমস্যা প্রতিনিয়ত আমাদের ফেস করতে হয় সেগুলো হলো:

  • চ্যানেলের কমতি।
  • চ্যানেল এইচডি না থাকা। 
  • চ্যানেল সবগুলো না থাকা।
  • ডিস লাইন অনেক সময় না থাকা।
  • ছবি ও শব্দ পরিষ্কার না হওয়া।
  • হাই HD কোয়ালিটির ভিডিও না থাকা।

বিশেষ করে গ্রামাঞ্চলে সেট টপ বক্স না থাকা যার কারণে আমাদের এই সমস্যা সম্মুখীন হতে হয়। তাই আপনি যদি টিভি প্যাকেজটি কিনেন তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। Akash (DTH) এর মতো সুযোগ-সুবিধা যা বর্তমানে দেশের ডিসের লাইনে মধ্যে নাই।

আকাশ টিভি প্যাকেজ কেনার নিয়ম এবং কোথায় পাওয়া যাবে

  • ওয়েবসাইটের মাধ্যমে। 
  • EMI এর মাধ্যমে।
  • কোন দোকান থেকে। 
  • অথরাইজড ডিলার এর কাছ থেকে।

ওয়েবসাইটের মাধ্যমে: বর্তমানে যেকোনো পণ্য কেনার একাধিক উপায় রয়েছে যেমন: অনলাইন। আপনি যদি বাড়িতে বসে অনলাইনে একটি টিভি প্যাকেজ কিনতে চান তাহলে প্রথমত আপনাকে আকাশ (DTH) এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। এই পণ্যটি আপনি বাংলাদেশের যে কোন জেলা থেকে অর্ডার করতে পারেন প্রতিষ্ঠানটি তাদের পণ্য সরবরাহের জন্য হোম ডেলিভারি দিয়ে থাকে।

EMI (Equated Monthly Installment) অর্থাৎ লোনের মাধ্যমে: এছাড়াও, প্রতিষ্ঠানটি কিস্তিতেও আকাশ DTH প্রদান করে থাকে যেমন: ইএমআই এর মাধ্যমে নিতে পারেন। আপনি যদি লোনের মাধ্যমে তাদের একটি টিভি প্যাকেজ নিতে চান তাহলে নিতে পারবেন। কিছু ব্যাংক আছে যেখান থেকে আপনি ছয় মাস কিংবা এক বছর মেয়াদে লোনের মাধ্যমে আপনি আকাশ সংযোগ নিতে পারেন।

কোন দোকানের মাধ্যমে: এছাড়াও, আপনি আপনার নিজস্ব এলাকায় অথবা শহরে অনেক দোকান আছে যারা টিভি প্যাকেজ বিক্রি করে সেখান থেকে আকাশ ডিটিএইচ কিনে নিতে পারেন। আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন তারা আপনার বাড়িতে এসে আকাশ ডিসের লাইনের সংযোগ করে দিয়ে যাবে।  

অথরাইজড ডিলার এর কাছ থেকে: আরেকটা উপায় হল আপনি চাইলে বাংলাদেশের যে কোন আকাশ অথোরাইজড ডিলার এর কাছ থেকে কিনতে পারেন। এক্ষেত্রে আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার জেলা শহরে আকাশ সরবরাহকারী কোন ডিলার আছে কিনা। যদি ডিলার থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে আপনি কিনতে পারেন।

আর ডিলার এর কাছ থেকে পণ্য নেওয়ার সময় আপনি যাচাই বাছাই করে নিবেন যেমন পণ্যের সঠিক দাম এক্ষেত্রে আপনি গুগল এ সার্চ করতে পারেন। অথবা আকাশের ওয়েবসাইট থেকে জানতে পারেন সঠিক দাম কারণ আকাশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্পেশাল ডিস্কাউন্ট দিয়ে থাকে।

আকাশ ডিসের দাম কত ২০২৫

নতুন গ্রাহকদের জন্য আকাশ স্পেশাল ডিস্কাউন্ট দিয়েছে আপনি যদি তাদের প্যাকেজ গুলো দেখেন তাহলে দাম, রিচার্জ, অফার, সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও গ্রাহকদের সুবিধা এবং চাহিদা অনুযায়ী প্যাকেজ গুলোকে তিনটি ভাগে ভাগ করেছে যেমন: Akash Standard, Akash Lite, Akash Lite Plus,  এই প্যাকেজগুলো আপনি EML (Equated Monthly Installment) অর্থাৎ লোনের মাধ্যমে নিতে পারবেন। Offers: আকাশ DTH দুইটি অফার প্রদান করে থাকে সেগুলো হলো:

  • Package
  • EMI, Offer

AKASH DTH Basic Connection Packages

Package Price (BDT) EMI Option Included Items Notes & Benefits
AKASH HD Connection 4,649 Not specified
  • HD Set-Top Box (STB)
  • Dish & accessories
  • Single Port LNB
  • 2 Connectors (indoor/outdoor)
  • 10-meter cable
  • Universal Remote
  • HDMI Cable
  • Power Supply Unit (PSU)
Free installation included
HD Connection + 3 Months Standard Package 5,749 Not specified All above + 3 months AKASH Standard Package BDT 100 discount from regular price
HD Connection + 6 Months Standard Package 6,249 6 months @ BDT 1,042/month All above + 6 months AKASH Standard Package BDT 800 discount; 0% EMI available
HD Connection + 12 Months Standard Package 7,649 12 months @ BDT 638/month All above + 12 months AKASH Standard Package BDT 1,800 discount; 0% EMI; Includes AKASH GO app access
HD Set-Top Box Only 3,099 Not specified Only HD STB unit Free installation included

Additional Information:

  • All full connection packages include a 10-meter cable. For lengths beyond 10m, BDT 20 is charged per meter.
  • AKASH Standard Package includes 130+ channels (60+ in HD).
  • All prices are in Bangladeshi Taka and subject to change.
  • Free installation is available with all packages.
  • EMI options are only available for eligible packages via select payment methods.

🔗 For more details or to purchase, visit: AKASH DTH Official Website

new akashdth 10 days free

তাই দ্রুতই অফারগুলো বুঝে নিন, প্রিয় গ্রাহক নতুন আকাশ সংযোগ ক্রয় করে ইন্স্টলেশন এবং এক্টিভেশন করলে উপভোগ করতে পারবেন ১০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন। নতুন আকাশ বেসিক সেট টপ বক্স এর বর্তমান মূল্য 3,099 টাকা।

আকাশের সকল প্যাকেজের দাম জানতে ক্লিক করুন এই লিঙ্কে: https://akashdth.com/buy-AKASH/Basic

AKASH DTH Channel List Comparison

Category AKASH Standard AKASH Lite AKASH Lite Plus
Entertainment ATN Bangla, Channel i, NTV, RTV, Banglavision, Maasranga, Ekushey TV, Desh TV, GTV, BTV, BTV World, Zee Bangla, Star Jalsha, Colors Bangla, Sony Aath BTV, BTV World, ATN Bangla, Channel i, Ekushey TV, NTV, RTV, Banglavision, Desh TV, Maasranga, Ekattor TV, Zee Bangla, Star Jalsha Same as Lite
Movies Star Gold, Sony Max, Zee Cinema, Jalsha Movies, Colors Cineplex, Bongo Movies Star Gold, Sony Max, Zee Cinema, Jalsha Movies, Colors Cineplex Same as Lite
News ATN News, Channel 24, Somoy TV, Independent TV, Jamuna TV, Ekattor TV, DBC News, BBC World News, CNN, Al Jazeera ATN News, Channel 24, Somoy TV, Independent TV, Jamuna TV, DBC News, BBC World News, CNN Same as Lite
Sports Star Sports 1, Star Sports 2, Sony Sports Ten 1, T Sports, GTV, Eurosport Star Sports 1, Star Sports 2, Sony Sports Ten 1, T Sports Same as Lite
Kids Duronto TV, Cartoon Network, Pogo, Nickelodeon, Disney Channel, Sony Yay Duronto TV, Cartoon Network, Pogo, Nickelodeon Same as Lite
Infotainment Discovery Channel, National Geographic, Animal Planet, History TV18 Discovery Channel, National Geographic, Animal Planet Same as Lite
Music 9XM, MTV Beats, B4U Music, Gaan Bangla 9XM, MTV Beats, B4U Music Same as Lite
Religious Peace TV, Iqra Bangla, ATN Islamic, Diganta TV Peace TV, Iqra Bangla Same as Lite
International Zee TV, Star Plus, Sony Entertainment TV, Colors TV, ARY Digital Zee TV, Star Plus, Sony Entertainment TV Same as Lite
Price ৳4০০/month ৳300/month ৳350/month
Total Channels 130+ 75+ 95+
HD Channels 60+ 40+ 45+

Note: Channel lists are subject to change. Visit AKASH DTH Official Website for the latest updates.

আকাশ টিভি এর রিচার্জ অফার

আপনারা আকাশ সংযোগ চালু রাখতে রিচার্জ করুন প্রতি মাসে বেছে নিন আপনার পছন্দের যেকোনো ডিজিটাল পেমেন্ট অপশন। বিকাশ, নগদ, রকেট, উপায়, ও অন্যান্য ব্যাংকিং এর মাধ্যমে। 

  • এই অফারটি Akash (DTH) এর সকল গ্রাহকদের জন্যই প্রযোজ্য। 
  • এই অফারটির জন্য গ্রাহককে তার আকাশ একাউন্টে 1000 টাকা অবশ্যই থাকতে হবে। 
  • গ্রাহক রিচার্জ করার সাথে সাথেই তার আকাশ একাউন্টে ক্যাশব্যাক দেওয়া হবে।  
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে এই অফারটির জন্য গ্রাহক যতবারই রিচার্জ করবে ততবারই ক্যাশব্যাক পাবে।  
  • এছাড়াও আকাশ অফারের সময়সীমা বাড়ানো, বাতিল ও পরিবর্তন করার সর্বক্ষণ ক্ষমতা রাখে। 

আরও আকাশের স্পেশাল অফার উপভোগ করতে ক্লিক করুন এই লিংকে সেখানে আপনার নাম, থানা ও জেলা এবং আপনার পূর্ণ ঠিকানা দিয়ে ফরমটি পূরণ করে জমা দিন। আকাশের কল সেন্টার থেকে স্পেশাল অফার সম্পর্কে দ্রুত আপনার সাথে এই বিষয়ে যোগাযোগ করা হবে। বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী কেবল সংযোগ চালু রাখতে আকাশ ডিটিএইচ লাগাতে হবে সেট টপ বক্স, করতে হবে গ্রাহকের টিভি ডিজিটাইজড।

আকাশ টিভি প্যাকেজে যা যা থাকছে

একটি নতুন আকাশ ডিটিএস এর মধ্যে আপনি যা যা পাবেন নিম্নে তার একটি তালিকা দেওয়া হল:

  • পাওয়ার সাপ্লাই ইউনিটসহ ১টি সেট টপ বক্স।
  • দুটি ব্যাটারি সংযুক্ত রিমোট কন্ট্রোল ইউনিট।
  • (HDMI ও AVI) এইচডি ও এমআই ক্যাবল। 
  • এসেসরিজসহ একটি ডিস ছাতা।
  • এছাড়াও, সিংগেল পোর্ট এলএনবি।
  • দুইটি কানেক্টর ও একটি ১০ মিটার ক্যাবল।
  • ইন্সটল এর পর প্রথম ১০ দিন বিনামূল্যে দেখা যাবে।
  • আরো সাথে থাকবে ১ বছরের ওয়ারেন্টি।

Best and Easiest TV Viewing Experience with AKASH TV

  • Easy Availability: More than 10,000 outlets. Besides, purchasing AKASH Digital TV is very easy through its website social media and call Center.
  • Hassle Free Installation: Highly trained Akash Technicians ensure installation process that is simple, seamless and quickly Connects your TV To world of Connect and experiences.
  • Each of Payment: Customer makes payment after completion of  installation staying back at home.
  • Easy Recharge: Akash user recharges using MYAKASH app for mobile financial services.
  • 24/7 Customer Service: When connected, after sales-team responses with proper solution at the quickest possible time.

Finally, AKASH Digital TV true HD quality Picture and Audio Signals directly from satellite to your home.

আকাশ নিয়ে এলো মাই আকাশ অ্যাপ রিচার্জ করুন আরো সহজে

আকাশ অ্যাপের মাধ্যমে রিচার্জ, মাই কানেকশন, বিলিং প্লান পরিবর্তন, অফার ও প্রমোশন, সার্ভিস রিকোয়েস্ট, রেফারেল সহ আরো অনেক সুবিধা পাবেন একসাথে এক অ্যাপে। এছাড়াও, My Akash অ্যাপ – এর স্টোর লোকেটর অপশন থেকে জেনে নিন আপনার কাছের নিকটস্থ আকাশ রিটেইল পয়েন্টের লোকেশন খুব সহজেই। অ্যাপ – এর মাধ্যমে আকাশের সার্ভিস পেতে গুগোল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন MyAKASH অ্যাপ https://scnv.io/ErNU?qr=1

দীর্ঘমেয়াদী রিচার্জ অফার (Long Term Recharge Offer) 12 মাসের Subscription সাথে 3 মাসের Subscription ফ্রী

আকাশ ডিসের Self-Care অফার

akashdth self care offer

প্রিয় গ্রাহক, আপনি আকাশ Self-care ব্যবহার করে সহজেই আপনার Account, Subscription এবং Billing সংক্রান্ত্র যেকোনো বিষয়গুলো জেনে নিন মুহূর্তের মধ্যে। এছাড়াও, আকাশ ওয়েবসাইটের Self Care থেকে প্রথমবার রিচার্জ করলে পাচ্ছেন ১০% ক্যাশব্যাক যা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। এই অফারটি নতুন নিবন্ধিত গ্রাহকরা জন্য অফারটি ডিসেম্বর মাসজুড়ে উপভোগ করতে পারবেন। অফারটির জন্য কিছু শর্তাবলী:

  • আকাশ (DTH) এর যেকোনো গ্রাহক ওয়েব Self-care রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • এই অফারটি চলাকালীন সময়ে একজন গ্রাহক সর্বোচ্চ একবার এই অফারটি নিতে পারবেন।
  • এছাড়াও ক্যাশব্যাক এর টাকা রিচার্জ করার পর ১০ কার্যদিবস এর মধ্যে গ্রাহকের আকাশ ওয়ালেটে জমা হয়ে যাবে।

আকাশ (DTH) পেমেন্ট সিস্টেম

আকাশ ডিসের পেমেন্ট সিস্টেম খুবই নিরাপদ। আপনি যদি একটি নতুন আকাশ (DTH) কিনতে আগ্রহী হন তাহলে চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই। Akash (DTH) কেনা থেকে শুরু করে অথবা আকাশের যেকোনো বিল রিচার্জ করার জন্য বাংলাদেশের যে কোন ব্যাংকিং এর মাধ্যমে যেমন: বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি দিয়ে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। নিম্নে তার একটি লিস্ট দেওয়া হল:

  • নেক্সাস পে
  • রকেট অ্যাপ
  • বিকাশ অ্যাপ
  • জি পে অ্যাপ
  • সিউর ক্যাশ অ্যাপ
  • নগদ অ্যাপ
  • নগদ ইউএসএসডি
  • ক্যাশবাবা
akashdth bill proces

আকাশ ডিটিএইচ এর রেফার সুবিধা

যেকোনো কোম্পানি তাদের পণ্যটি রেফার এর মাধ্যমে বিক্রি করে দিলে রেফারকারি কিছু অফার পেয়ে থাকে। তারমধ্যে আকাশ ডিসের রেফার কারীদের জন্য এক বিশাল অফার প্রদান করছে। এই প্রতিষ্ঠানটি একটাই স্লোগান যতো রেফার তত লাভ। রেফার করলে মিলবে রিওয়ার্ড আকাশের রেফারেল কোড শেয়ার করে দুজনে উপভোগ করুন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাই একজন গ্রাহক যদি অন্য কাউকে রেফার এর মাধ্যমে সংযোগ নিশ্চিত করলে যে রেফার করবেন এবং যাকে রেফার করবেন উভয়ের জন্যই থাকবে ১০০ টাকা ক্যাশব্যাক। তাই এখনি রেফার করতে কল করুন ১৬৪৪২-এ অথবা 09609999000 নাম্বারে।

আকাশ ডিসের হেল্পলাইন

প্রত্যেকটি Akash DTH ব্যবহারকারী গ্রাহকের হেল্পলাইন নাম্বার এবং ফোন নাম্বার থাকা জরুরি। কেননা লাইনে কোন সমস্যা দেখা দিলে অনেক সময় কাস্টমার কেয়ারের সাথে কথা বলার প্রয়োজন পড়ে। এছাড়াও গ্রাহকের যদি আকাশ ব্যবহার করার সময় অথবা কোন চ্যানেলে সমস্যা সম্মুখীন হতে হয়। তাহলে আপনি আকাশ হেল্পলাইন নাম্বার – 16442 অথবা 09609999000 এই নাম্বারে কল করতে পারেন। অথবা অপারেটরদের কাছে ইমেইল করতে পারেন।

আকাশ ডিসের হেল্পলাইন

আকাশ ডিস লাইনের সুবিধা কি?

প্রযুক্তির দিক দিয়ে বর্তমানে ডিস লাইনের চ্যানেলের চেয়েও আকাশ ডিস আপনাদের মাঝে বিভিন্ন ধরনের সার্ভিস সুযোগ-সুবিধা নিয়ে এসেছে। আপনি যদি এই ডিস এন্টিনা কিনেন তাহলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন নিম্নে তা দেওয়া হল:

  • বর্তমানে ডিস লাইনের পিকচার সাউন্ড এর থেকে আকাশ ডিসের লাইনে পাওয়া যাবে এইচডি কোয়ালিটির পিকচার ও সাউন্ড। Akash DTH সত্যিকারের 1080i এইচডি ভিউ সরবরাহ করে যা প্রযুক্তিগত দিক দিয়ে অন্য কোনো ক্যাবল অপারেটররা সরবারহ করতে পারবে না। 
  • 60+ টিরও বেশি HD এবং 130+ প্রিমিয়াম কোয়ালিটির চ্যানেল দেখার সুবিধা। 
  • আকাশ এর HD চ্যানেলগুলি বাংলাদেশের অন্যান্য প্রযুক্তি গুলোর তুলনায় গ্রাহকদের জন্য আরও উন্নতমানের মানের HD ভিউ সরবরাহ প্রদান করে। 
  • এছাড়াও, ইতিমধ্যেই গ্রাহকের পছন্দ ও চাহিদার উপর নির্ভর করে চ্যানেলের তালিকায় আরো নতুন নতুন চ্যানেল যোগ করার জন্য কাজ চলছে।
  • আপনি বড় স্ক্রিনের টিভি অথবা এলইডিতে ডাইরেক্ট টু হোম পদ্ধতিতে হাই কোয়ালিটির ভিডিও ও পিকচার উপভোগ করতে পারবেন।
  • প্রতিষ্ঠানটি জানিয়েছে গ্রাহকরা ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সাপোর্ট পাবে। যা অন্য কোন সংযোগ আপনাকে এরকম সুযোগ ও সুবিধা দিতে পারছে না।
  • সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোতেও গ্রাহকদের মাঝে আগামী সাত দিনের প্রোগ্রামের উপর নির্ভর করে সিডিউল ও গাইড দেওয়া হয়েছে। যার ফলে গ্রাহকরা যেকোন সময় যেকোন প্রোগ্রাম  অনুসরণ করতে পারবে।
  • এছাড়াও, বেশকিছু প্যাকেজে গ্রাহক চাইলে টিভি প্রোগ্রাম রেকর্ড করে রাখতে পারবেন যা পরবর্তীতে প্লে করে দেখার ব্যবস্থা আছে ফলে কোন চ্যানেল মিস হওয়ার সম্ভাবনা নাই। 
  • জনপ্রিয় চ্যানেলগুলো লিস্ট করে রাখার সুবিধা তো রয়েছে পাশাপাশি নির্দিষ্ট চ্যানেল লক রাখার সুযোগ।
  • এছাড়াও, প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে যার মাধ্যমে বাচ্চারা টিভি দেখার সময় যে কোন চ্যানেল হাইড করে রাখা যাবে।

এছাড়াও, বর্তমানে গ্রাহকদের মাঝে যে সুযোগ-সুবিধা নিয়ে আসছে সেগুলো হলো: প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই গ্রাহকদের জন্য প্যাকেজ কাস্টমাইজেশন এর স্বাধীনতা এবং সুবিধা নিয়ে আসছে। তাই সে অনুযায়ী প্রতিষ্ঠানটি অফারগুলো ডিজাইন করতে সর্বদা কাজ করে যাচ্ছে।

আকাশ ডিটিএইচ ইনস্টলেশন গাইডলাইন 

নতুন গ্রাহকদের কিছু প্রশ্ন

আকাশ ডিটিএচ এর প্যাকেজ কি কি?

আকাশ ডিটিএচ বিভিন্ন প্যাকেজ অফার করে যেমন: আকাশ স্ট্যান্ডার্ড, আকাশ লাইট, আকাশ লাইট প্লাস ইত্যাদি। প্রতিটি প্যাকেজে বিভিন্ন চ্যানেল ও সুবিধা থাকে।

আকাশ ডিটিএচ এর মাসিক চার্জ কত?

আকাশ ডিটিএচ এর মাসিক মাসিক চার্জ প্যাকেজের উপর নির্ভর করে। সাধারণত স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম 400 টাকা থেকে শুরু হয়, তবে HD প্যাকেজগুলোর দাম বেশি হতে পারে।

আকাশ ডিটিএচ কি শুধু বাংলাদেশে পাওয়া যায়?

আকাশ ডিটিএচ বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে উপলব্ধ।

আকাশ টিভির গ্রাহক সেবা কেমন?

তাদের ২৪/৭ হেল্পলাইন রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত সমাধান দেয়।

গ্রাহকরা প্রশ্ন করেন Installation কোন ফি আছে?

প্রথমবারের ইনস্টলেশনটি সম্পূর্ণ ফ্রী শুধুমাত্র নতুন সংযোগের জন্য।

যারা ইন্সটল করতে আসবে উনাদের কি এক্সট্রা কোন টাকা দিতে হবে?

গ্রাহকের অতিরিক্ত কোন চার্জ প্রতিষ্ঠানটির কোন প্রতিনিধিকে দিতে হবে না। তবে গ্রাহকের যদি অতিরিক্ত কোন কম্পোনেন্ট এর প্রয়োজন হয় তাহলে তাকে টাকা প্রদান করে নিতে হবে। আকাশের সকল কম্পনেন্ট ও মূল্য নির্ধারিত।

এছাড়াও, 4,649 টাকার বাইরে আর কোন টাকা খরচ হবে লাগানোর পরে?

আপনার রিচার্জের উপর

আকাশ ডিসের নতুন সংযোগ নিতে কি করতে হবে?

আপনি যদি আকাশের নতুন সংযোগ নিতে আগ্রহী হন তাহলে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার ও ঠিকানা আকাশের অপারেটরের কাছে মেসেজ করে পাঠান। তারপর প্রতিষ্ঠানটি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সংযোগটি পৌঁছে দেওয়া এবং ইন্সটলেশন এর ব্যবস্থা করে দেবে। এছাড়াও আকাশের অনুমোদিত ডিলারের মাধ্যমে সংযোগ নিতে পারেন। ইনস্টলেশন সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়।

শেষ কথা

আশা করি আপনারা আকাশ টিভি প্যাকেজ ২০২৫ এর দাম কত, রিচার্জ অফার, এবং সুবিধা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। ২০২৫ সালে আকাশ টিভি তাদের পরিষেবাকে আরও সহজ, সাশ্রয়ী ও আকর্ষণীয় করে তুলেছে। আপনি যদি একটি নতুন Akash DTH কিনতে চান তাহলে এ মাসে কিনতে পারেন। কেননা প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট অফার করেছে। পছন্দসই প্যাকেজটি বেছে নিন, রিচার্জ করুন এবং নিশ্চিন্তে উপভোগ করুন পছন্দের চ্যানেলসমূহ। তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে আরও পড়ুন।

তথ্যপ্রযুক্তি নিয়ে আরও পড়ুন

আরও পড়তে পারেন

17 Comments

  1. MD ABDUR RAHIM says:

    আমি ৩০০ টাকার প্যাকেজ নিতে চাই কিভাবে নিব। ২৫০ টাকার প্যাকেজ আছে। কিভাবে চেঞ্জকরব।

  2. MD ABDUR RAHIM says:

    আমি ৩০০ টাকার প্যাকেজ নিতে চাই কিভাবে নিব। ২৫০ টাকার প্যাকেজ আছে। কিভাবে চেঞ্জকরব। আমার আকাশ ডিটেলস আইবি নাম্বার 40733132.

    1. ভাই আপনার কাছে বেস্ট সলিউশন হবে আপনি আকাশের মেইন ওয়েবসাইট ভিজিট করে ওদের সাপোর্ট মেসেজ দেন

  3. শামীম says:

    আমি আমার জেলা নীলফামারী তে কোন ডিলার নেই। ডিলার দেওয়া যাবে কি না।

    1. শামীম ভাই আমাদের ওয়েবসাইটে আকাশ ডিটিএইচ এর বিভিন্ন প্যাকেজ অফার নিয়ে বিস্তারিত একটি গাইডলাইন। আপনি যদি ডিলার নিতে আগ্রহী হন তাহলে আপনি আকাশের মেইন ওয়েবসাইট ভিজিট করে ওদের সাপোর্ট মেসেজ দেন। এবং উল্লেখ করুন নীলফামারী তে কোন ডিলার নেই।

  4. রিগান says:

    ইউরোপে চালাতে পারব নাকি,মাল্টা থেকে কিভাবে ১ বছরের জন্য রিচাজ করব?

  5. Md Mahabub gazi says:

    আকাশ টিভি নিতে চাই

    1. Md Mahabub gazi vai আপনি যদি আকাশ টিভি কিনতে চান তাহলে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে কোন ধরনের প্যাকেজ কিনবেন দেখে নিতে পারেন

  6. Anjan Barua says:

    আমি নিতে চাই মোবাইল -০১৮৬৮১০৮৬১৮

  7. আমার এই আকাশ চ‍্যানেলটি subscriber ID: 40843127। মোবাইল নম্বর: 01792764605, subscriber name: Md. Taslim Uddin পরিবর্তন করে, মোবাইল নম্বর: 01725344805এবং subscriber name: MD. Habibur Rahman এই নামে করে দেওয়ার জন‍্য অনুরোধ করছি।

    1. আমার এই আকাশ চ‍্যানেলটি subscriber ID: 40843127। মোবাইল নম্বর: 01792764605, subscriber name: Md. Taslim Uddin পরিবর্তন করে, মোবাইল নম্বর: 01725344805এবং subscriber name: MD. Habibur Rahman এই নামে করে দেওয়ার জন‍্য অনুরোধ করছি।

  8. Badal B. Simsang says:

    I want new connection in my house.. Hs-23, Apt- 2C, Rd.-6, Dhanmondi, Dhaka-1205.
    Phone 01714357997/01911176133

  9. Md, dalower hossain says:

    আমি আকাশ টিভি চ্যানেল নিতে চাই দাম কতো পরবে এবং পতি মাসে কি রিচাজ করতে হবে?

    1. Farhad Shahin says:

      এক সং‌যো‌গে দুই‌টি টে‌লি‌ভশন দেখা যা‌বে ?

  10. Amir Hossain says:

    আমি আকাশ নিতে চাই। নরসিংদী জেলা ‘ রায়পুরা থানা।01881655116

  11. Ballal talukder says:

    Ami Nita chi

    1. Md Mahabub gazi vai আপনি যদি আকাশ টিভি কিনতে চান তাহলে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে কোন ধরনের প্যাকেজ কিনবেন দেখে নিতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *