ইয়ামাহা কোম্পানির স্কুটির দাম ২০২৩ ইয়ামাহা স্কুটি প্রাইস ইন বাংলাদেশ

টপ রেটেড ব্র্যান্ড গুলোর মধ্যে ইয়ামাহা কোম্পানি একটি। জাপানিজ এই কোম্পানিটির বাইকের  কারখানা বর্তমানে বাংলাদেশের শুরু হয়েছে। ইয়ামাহা অত্যন্ত সফল ও সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি। বর্তমানে বাজারে ইয়ামাহার দুর্দান্ত ধরনের বিভিন্ন বাইক পাওয়া যায়। বাইকের পাশাপাশি ইয়ামাহা নিয়ে আসছে অত্যাধুনিক স্কুটি।  বর্তমানে স্কুটি এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

ইয়ামাহা কোম্পানির তেমন বেশি স্কুটি পাওয়া যায় না। তবে গ্রাহক দের চাহিদার কথা চিন্তা করে ইয়ামাহা কোম্পানি অত্যন্ত শক্তিশালী ও আকর্ষণীয় ডিজাইনের স্কুটি  বাজারে ছেড়েছে। স্কুটি গুলোর কোয়ালিটি, সার্ভিস এবং লং লাস্টিং ক্যাপাসিটি খুবই ভালো। ইয়ামাহা স্কুটির  চেয়ে আবার অন্যান্য স্কুটির দাম কম। কিন্তু সেগুলোর সার্ভিস টাইম ভালো হয় না তো অনেকেই হয়তো ইয়ামাহা কোম্পানির স্কুটির দাম সম্পর্কে ভালোভাবে জানেন না। শুধুমাত্র তাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেলটি। আমাদের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন এবং ইয়ামাহা স্কুটির দাম সম্পর্কে জেনে নিন।—-

ইয়ামাহা স্কুটি  

ইয়ামাহা কোম্পানির স্কুটি  গুলোর দাম সাধারণত অন্যান্য স্কুটির দামের চেয়ে  একটু বেশি। কিন্তু দাম বেশি হলেও এই স্কুটি  গুলোর ইঞ্জিন অনেক শক্তিশালী। ডিজাইনে হয় আকর্ষণীয় এবং ভালো ক্যাপাসিটি বৈশিষ্ট হয়। বর্তমানে বাজারে ইয়ামাহা ২ থেকে ৩ টি মডেল পাওয়া যায় । এই মডেলগুলো আধুনিক মানের এবং চমৎকার ডিজাইনের।  তো সবদিক বিবেচনা করলে দেখা যায় যে ইয়ামাহা স্কুটি  কেনাই উপযুক্ত। 

ইয়ামাহা স্কুটি মডেল

বর্তমানে বাজারে ইয়ামাহার তিনটি মডেলের স্কুটি  পাওয়া যাচ্ছে। এই স্কুটি  গুলো অত্যন্ত ভালো মানের স্কুটি  এবং এগুলোর ইঞ্জিন ব্যবহৃত হয়েছে অনেক শক্তিশালী ইঞ্জিন। এগুলোর মাইলেজ, টপ স্পিড, টপ পাওয়ার সবদিক থেকেই স্কুটি  গুলো আকর্ষণীয় এবং স্কুটি  লাভারদের মনে জায়গা করে নিয়েছে ইয়ামাহা স্কুটি  

১. ইয়ামাহা জেড আর স্ট্রিট র‍্যালি

  • দাম: ১,৬৫,০০০টাকা
  • ইঞ্জিন টাইপ —–এয়ারকুলেট,  ৪স্ট্রোক, ২ভালভ, SOHC
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট —- ১১৫ সিসি
  • মাইলেজ –—৭০ কিমি/লি.
  • টপ স্পিড –— ৯৫ কিমি/ঘ.
  • মেক্সিমাম পাওয়ার –— ৭.১ পিএস ৭৫০০ আরপিএম 
  • মেক্সিমাম টর্ক –— ৮.১ এনএম ৫০০০ আরপিএম 

২. ইয়ামাহা এন ম্যাক্স ১৫৫

  • দাম: ৪,২৫,০০০ টাকা
  • ইঞ্জিন টাইপ —–সিঙ্গেল সিলিন্ডার,  লিকুইড কুলেড
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট —- ১৫৫ সিসি
  • মাইলেজ –—৪০ কিমি/লি.
  • টপ স্পিড –— ১২৫ কিমি/ঘ.
  • মেক্সিমাম পাওয়ার –— ১২ বিএইচপি ৭৫০০ আরপিএম 
  • মেক্সিমাম টর্ক –— ১১.৭ এনএম ৭২৫০ আরপিএম

৩. ইয়ামাহা রে জেড আর ১১০

  • দাম: ১,৬৫,০০০ টাকা 
  • ইঞ্জিন টাইপ —–এয়ারকুলেট,  ৪স্ট্রোক, ২ভালভ, SOHC
  • ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট —- ১১০ সিসি
  • মাইলেজ –—৬৬ কিমি/লি.
  • টপ স্পিড –— ৮০ কিমি/ঘ.
  • মেক্সিমাম পাওয়ার –— ৭.১ পিএস ৭২০০ আরপিএম 
  • মেক্সিমাম টর্ক –— ৮.১ এনএম ৫৫০০ আরপিএম
  • ওজন—- ১০৩ কেজি

ইয়ামাহা স্কুটির দাম কত 

অন্যান্য স্কুটির তুলনায় ইয়ামাহা ব্রান্ডের স্কুটি গুলোর দাম একটু বেশি। যেমন ইয়ামাহা এন ম্যাক্স ১৫৫ স্কুটির দাম অনেক। কিন্তু এই স্কুটির ফিচারগুলোর দিকে একটু তাকান! এই স্কুটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলার সিস্টেমের।

১৫৫ সিসির এই স্কুটি টির সর্বোচ্চ স্পিড এক ঘন্টায় একশত পঁচিশ কিলোমিটার। ১ লিটার তেলে স্কুটিটি চল্লিশ কিলোমিটার যেতে পারে। এছাড়া ১২ ব্রেক হর্স পাওয়ারে ৭৫০০ RPM পাওয়ার উৎপন্ন করতে পারে। ১১.৭ এন এম দ্বারা ৭২৫০ আরপিএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটির বর্তমান বাজার মূল্য চার লক্ষ পঁচিশ হাজার টাকা হলেও মার্কেট আপ ডাউন হওয়ার কারণে দাম কিছুটা কম বেশি হতে পারে। 

ইয়ামাহা স্কুটি প্রাইস ইন বাংলাদেশ 

ইয়ামাহা জেড আর স্ট্রিট  র‍্যালী এবং জেড আর ১০০ স্কুটি দুটির দাম একই। তবে এদের ফিচারে কিছু পার্থক্য আছে। ইয়ামাহা জেড আর স্ট্রিট র‍্যালির ইঞ্জিন  ডিসপ্লেসমেন্ট ১১৫ সিসি এবং ইঞ্জিন টাইপ এয়ার কুলেড, ৪ স্ট্রোক এবং ২ ভাল্ভ বিশিষ্ট। স্কুটিটির মাইলেজ খুব ভালো। এটি ১ লিটার তেলে ৭০ কিলোমিটার পর্যন্ত রান করতে পারে। এছাড়া এই স্কুটিটির সর্বোচ্চ স্পিড ঘন্টায় ৯৫ কিমি।

অন্যদিকে ইয়ামাহা রে জেড আর ১১০ একই ইঞ্জিন টাইপ বিশিষ্ট। কিন্তু এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১১০ সিসি। এছাড়া এক ঘন্টায় সর্বোচ্চ স্পিডে ৮০ কিলোমিটার যেতে পারে এবং ১ লিটার তেলে সর্বোচ্চ ৬৬ কিলোমিটার সার্ভিস দেয়। স্কুটিটির ওজন মাত্র ১০৩ কেজি।  স্কুটি দুটির দাম একই এবং এদের স্পেসিফিকেশনের তেমন কোন পার্থক্য নেই। তবে সবচেয়ে ভালো দিক হলো স্কুটি গুলোর ডিজাইন তারা অনেক আকর্ষণীয় করেছে  যাতে সহজেই গ্রাহকের  মন কাড়ে।  পছন্দের তালিকায় স্কুটি দুটি যুক্ত করতে পারেন। 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *